Mahashivratri 2023 Lucky Zodiacs: শনির বাধা কাটাবেন স্বয়ং মহাদেব, শিবরাত্রি থেকে সুসময় শুরু ৫ রাশির

সূর্য, শনি ও চন্দ্রের ত্রিগ্রহী যোগে সুসময় শুরু হচ্ছে বেশ কয়েকটি রাশির। মহাদেবের কৃপায় কেটে যাবে শনির বাধা। জ্যোতিষীরা বলছেন,মহাশিবরাত্রি থেকে ভাগ্য বদলাতে শুরু করছে ৫ রাশির। 

Advertisement
শনির বাধা কাটাবেন স্বয়ং মহাদেব, শিবরাত্রি থেকে সুসময় শুরু ৫ রাশিরmaha shivratri 2023 Rashifal মহাশিবরাত্রি রাশিফল ২০২৩।
হাইলাইটস
  • ১৮ ফেব্রুয়ারি শিবরাত্রি।
  • শিবের কৃপায় ৫ রাশির লক্ষ্মীলাভ।

১৮ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উৎসব উদযাপিত হবে গোটা দেশে। এই দিন শিবভক্তরা উপাসনা করবেন শঙ্করের। আর মহাশিবরাত্রির দিন এবার বিরল যোগ। সূর্য, শনি ও চন্দ্রের ত্রিগ্রহী যোগে সুসময় শুরু হচ্ছে বেশ কয়েকটি রাশির। মহাদেবের কৃপায় কেটে যাবে শনির বাধা। ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করেন সূর্যদেব। তার পর শুক্রও ১৫ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করেছে। তার আগে জানুয়ারি থেকে কুম্ভ রাশিতে বিরাজমান শনি। মহাশিবরাত্রির আগে প্রধান গ্রহগুলির রাশিবদল শুভ হতে চলেছে। জ্যোতিষীরা বলছেন,মহাশিবরাত্রি থেকে ভাগ্য বদলাতে শুরু করছে ৫ রাশির। 

মিথুন রাশি- জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, মিথুন রাশির জাতক-জাতিকারা মহাশিবরাত্রিতে শুভ ফল পাবেন। আর্থিক সুবিধা পাবেন তাঁরা। সেই সঙ্গে ভাগ্য থাকবে পাশে। চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে তাঁদের। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। শনির দ্বারা তৈরি সস্ত বাধা কেটে যাবে। সম্মান ও প্রভাব বাড়বে। সুখী হবে দাম্পত্য জীবন। প্রিয় মানুষের সঙ্গে দারুণ সময় কাটাবেন। 

সিংহ রাশি- সিংহ রাশির জাতক-জাতিকাদের চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা। পরিকল্পনা এবং কৌশল সফল হবে। যাঁরা চাকরি নিয়ে চিন্তিত ছিলেন তাঁরা সুখবর পেতে পারেন। আপনি কর্মক্ষেত্রে এ বছর ইনক্রিমেন্ট এবং পদোন্নতি পেতে পারেন। সুখবর পেতে পারেন। যে কোনও চ্যালেঞ্জে সাফল্য পাবেন। ব্যবসায় লাভের যোগ। 

কন্যা রাশি- মহাশিবরাত্রি কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। চাকরি ও ব্যবসা লাভবান হবেন। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়বে সমৃদ্ধি। কোনও সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবলে এটা অনুকূল সময়। এই সময়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভ পাবেন। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক দারুণ থাকবে।

ধনু রাশি- মহাশিবরাত্রি থেকে সুসময় শুরু হচ্ছে ধনু রাশির জাতক-জাতিকাদের। অর্থ লেনদেনের জন্য এটা অনুকূল সময়। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। বিনিয়োগের জন্যও এটা সুসময়। আয়ের নানা পথ তৈরি হবে। ব্যবসায়িক সিদ্ধান্তগুলি আপনাকে প্রচুর লাভ দেবে। সমাজে সম্মান ও সুনাম বাড়বে।কর্মক্ষেত্রে আপনার কাজের ব্যাপক প্রশংসিত হবে।

Advertisement

কুম্ভ রাশি- মহাশিবরাত্রির উৎসব কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যকে উজ্জ্বল করতে পারে। মহাশিবরাত্রি থেকে সবকিছুতেই সাফল্য পাবেন। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। টাকা সাশ্রয় হবে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ বাড়বে। আপনি চাকরির অফার পেতে পারেন। এই সময়টি আপনার জন্য খুব অনুকূল হতে চলেছে। ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য জীবন হবে সুখের। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ। 

আরও পড়ুন- ৪ রাশির কোষ্ঠীতে রাজ যোগ, মাইনে বাড়ার মাসে ব্যবসা-চাকরি তুঙ্গ সাফল্য

POST A COMMENT
Advertisement