Maha Shivratri Lucky Zodiac: শিবের কৃপায় সব ইচ্ছে পূরণ, ৩ রাশির পোয়া বারো মহাশিবরাত্রিতে

Maha Shivratri Lucky Zodiac: সনাতন ধর্মে মহাশিবরাত্রির পর্বকে বিশেষ ধার্মিক গুরুত্ব দেওয়া হয়েছে। এই পর্ব মাসের কৃষ্ণপক্ষেক চতুর্দশী তিথিতে পালন করা হবে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভগবান শিবের সঙ্গে মা পার্বতীর বিয়ে হয়েছিল এইদিন। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর মহাশিবরাত্রি বুধবার, ২৬ ফেব্রুয়ারি পালন করা হবে। বলা হয়, মহাশিবরাত্রি ভগবান শিবের উপাসনার জন্য সবচেয়ে বড় রাত।

Advertisement
শিবের কৃপায় সব ইচ্ছে পূরণ, ৩ রাশির পোয়া বারো মহাশিবরাত্রিতেমহাশিবরাত্রি
হাইলাইটস
  • সনাতন ধর্মে মহাশিবরাত্রির পর্বকে বিশেষ ধার্মিক গুরুত্ব দেওয়া হয়েছে।

সনাতন ধর্মে মহাশিবরাত্রির পর্বকে বিশেষ ধার্মিক গুরুত্ব দেওয়া হয়েছে। এই পর্ব মাসের কৃষ্ণপক্ষেক চতুর্দশী তিথিতে পালন করা হবে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভগবান শিবের সঙ্গে মা পার্বতীর বিয়ে হয়েছিল এইদিন। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর মহাশিবরাত্রি বুধবার, ২৬ ফেব্রুয়ারি পালন করা হবে। বলা হয়, মহাশিবরাত্রি ভগবান শিবের উপাসনার জন্য সবচেয়ে বড় রাত। এই কারণে এইদিন ভগবান শিবের নিয়ম-রীতি মেনে পুজো-অর্চনা করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই বছর মহাশিবরাত্রি অত্যন্ত বিশেষ হতে চলেছে। এইদিন শ্রবণ নক্ষত্র ও পরিঘ যোগের অদ্ভুত সংযোগ তৈরি হতে চলেছে। এই কারণে মহাশিবরাত্রির সময় তিন রাশির দারুণ লাভ হতে চলেছে। আসুন সেই রাশি কারা। 

মেষ রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই বছর মহাশিবরাত্রি মেষ রাশির জাতকদের জন্য খুবই বিশেষ হতে চলেছে। এইদিন আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। ভগবান শিবের কৃপায় কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা বিশেষ লাভ করতে পারবেন। দাম্পত্য জীবন খুব ভাল থাকবে। চাকুরিজীবিদের বেতন বাড়বেষ মানসিক কষ্ট থেকে মুক্তি পাবেন। 

মিথুন রাশি
মহাশিবরাত্রিতে মিথুন রাশি প্রচুর লাভ করবে। এই রাশির জাতকদের চাকরির সঙ্গে যুক্ত কোনও কাজ থেকে লাভ হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনি আপনার রণনীতি নিয়ে চর্চায় থাকবেন। চাকুরিজীবিদের বেতন বাড়বে। স্বাস্থ্য ভাল থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে। ব্যবসা বাড়বে। অর্থের সঙ্গে যুক্ত কোনও বড় পরিকল্পনা বাস্তব রূপ নেবে। বিবাহিতদের জীবন আরও সুখকর হবে। 

সিংহ রাশি
মহাশিবরাত্রি থেকে সিংহ রাশির ভাল সময় শুরু হতে চলেছে। এই রাশির জাতকেরা শিবের বিশেষ কৃপা পাবেন, যার ফলে আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। টাকা খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন। বেকারদের কাছে এই সময় ভাল চাকরির সুযোগ আসবে। ব্যবসায় আর্থিক লাভ দেখতে পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ পাবেন। কর্মস্থলে কিছু ভাল উপহার বা বড় দায়িত্ব পেতে পারেন।  

Advertisement

POST A COMMENT
Advertisement