Maha Shivratri Luckiest Zodiacs: মহাশিবরাত্রির দুপুর থেকে কপাল খুলছে ৩ রাশির, বুধের শুভ অবস্থানে অর্থলাভ

Maha Shivratri Horoscope: ২৬ মার্চ দুপুর ১২টা ৫৩ মিনিটে বুধ এবং যম ৬০ ডিগ্রিতে অবস্থান করবে। এর ফলে তৈরি হচ্ছে শুভ যোগ। এছাড়াও শুক্র রাশির উচ্চ রাশি মীন রাশিতে থাকার কারণে তৈরি হচ্ছে মালব্য রাজ যোগ। মীন রাশিতে বুধ ও শুক্রের সংযোগের কারণে লক্ষ্মী নারায়ণ যোগও তৈরি হচ্ছে। এর ফলে ৩ রাশির জাতক-জাতিকারা মালামাল হতে পারেন। মহাশিবরাত্রি থেকে তাঁদের সুখের দিন শুরু হবে। 

Advertisement
মহাশিবরাত্রির দুপুর থেকে কপাল খুলছে ৩ রাশির, বুধের শুভ অবস্থানে অর্থলাভ  মহাশিবরাত্রি রাশিফল
হাইলাইটস
  • ২৬ মার্চ দুপুর ১২টা ৫৩ মিনিটে বুধ এবং যম ৬০ ডিগ্রিতে অবস্থান করবে।
  • এর ফলে তৈরি হচ্ছে শুভ যোগ।

মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। দিনভর নির্জলা উপবাস করে রাতে শিবলিঙ্গে জল ঢালের ভক্তরা। হাজার বছর ধরে চলে আসছে এই ঐতিহ্য। এই দিনে নানা শুভ যোগ তৈরি হচ্ছে। ২৬ মার্চ দুপুর ১২টা ৫৩ মিনিটে বুধ এবং যম ৬০ ডিগ্রিতে অবস্থান করবে। এর ফলে তৈরি হচ্ছে শুভ যোগ। এছাড়াও শুক্র রাশির উচ্চ রাশি মীন রাশিতে থাকার কারণে তৈরি হচ্ছে মালব্য রাজ যোগ। মীন রাশিতে বুধ ও শুক্রের সংযোগের কারণে লক্ষ্মী নারায়ণ যোগও তৈরি হচ্ছে। এর ফলে ৩ রাশির জাতক-জাতিকারা মালামাল হতে পারেন। মহাশিবরাত্রি থেকে তাঁদের সুখের দিন শুরু হবে। 

বৃষ রাশি - বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর মহাদেবের আশীর্বাদ থাকবে। এই রাশির জাতক-জাতিকারা প্রতিটি ক্ষেত্রেই অপরিসীম সাফল্য অর্জন করতে পারেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে। সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনার আর্থিক অবস্থা ভালো হবে। নতুন সুযোগ আসতে পারে। এর মাধ্যমেই জীবনে সুখ আসবে। বিনিয়োগ থেকে লাভ পাবেন। বুদ্ধিমত্তার সঙ্গে ব্যয় করুন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।

কর্কট রাশি- এই রাশির জাতক-জাতিকারা মহাশিবরাত্রিতে বিশেষ সুবিধা পেতে পারেন। কাজের জন্য বাইরে যেতে পারেন। এর পাশাপাশি, স্বল্প দূরত্ব ভ্রমণ শুভ হতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়ও প্রচুর লাভ করতে পারবেন। কিন্তু তাড়াহুড়ো করে কোনও লেনদেন করবেন না। ভাইবোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। মানসিক অবস্থা ভালো থাকবে। আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবেন।

ধনু রাশি - এই রাশির জাতক-জাতিকাদের জন্য ভোলেনাথ সুখ বয়ে আনতে চলেছে। ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা নানা সুবিধা পেতে পারেন। এই ভ্রমণগুলি ভবিষ্যতে খুবই শুভ হতে পারে। নতুন কিছু শিখতে পারবেন। বিনিয়োগ করে আপনি ভবিষ্যতে নানা সুবিধা পেতে পারেন। স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। মানসিক চাপ কমতে পারে। পরিবারের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

Advertisement

POST A COMMENT
Advertisement