Mahalaxmi Rajyog 2025 Rashi: নভেম্বরেই শুরু হচ্ছে মহালক্ষ্মী রাজযোগ, ৩ রাশির জন্য বড় সুযোগ

Mahalaxmi Rajyog 2025 Rashi: ২০ নভেম্বর চন্দ্রের গোচর হবে বৃশ্চিক রাশিতে। এই সময়ই বৃশ্চিকে অবস্থান করছে মঙ্গলও। দুই গ্রহের এই সংযোগেই গঠিত হয় মহালক্ষ্মী রাজযোগ, যা আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ফলে এক মাসেরও বেশি সময় ধরে চলবে শুভ প্রভাব।

Advertisement
নভেম্বরেই শুরু হচ্ছে মহালক্ষ্মী রাজযোগ, ৩ রাশির জন্য বড় সুযোগমহালক্ষ্মী রাজযোগ

Mahalaxmi Rajyog 2025 Rashi: জ্যোতিষশাস্ত্র মতে নভেম্বরের শেষ সপ্তাহ এবং ডিসেম্বরের শুরুর সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিশেষ করে ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে এক শুভ সংযোগ, যা বেশ কয়েকটি রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই দিনেই তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ।

২০ নভেম্বর চন্দ্রের গোচর হবে বৃশ্চিক রাশিতে। এই সময়ই বৃশ্চিকে অবস্থান করছে মঙ্গলও। দুই গ্রহের এই সংযোগেই গঠিত হয় মহালক্ষ্মী রাজযোগ, যা আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ফলে এক মাসেরও বেশি সময় ধরে চলবে শুভ প্রভাব।

জ্যোতিষশাস্ত্রে মহালক্ষ্মী রাজযোগকে অত্যন্ত শুভ হিসেবে ধরা হয়। যদিও এর প্রভাব বারো রাশিতেই পড়ে, তবে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে তিনটি রাশি। তাদের জন্য এই সময় ব্যবসায় উন্নতি, অর্থলাভ এবং মানসিক শান্তির যোগ দেখা যাচ্ছে।

কর্কট
কর্কট রাশির জাতকদের জন্য সময়টি বিশেষ শুভ। এই রাশির মানুষরা কাজের জায়গায় সাফল্য পেতে পারেন, বাড়বে সম্বৃদ্ধি। পাশাপাশি মানসিক স্থিরতা ও পারিবারিক শান্তিও বজায় থাকবে। অর্থ উপার্জনের নতুন পথও খুলে যেতে পারে।

চাকরিজীবীদের জন্যও সময়টা লাভজনক বলে মনে করা হচ্ছে। সমাজে সম্মান বৃদ্ধি, ইচ্ছাপূরণ এবং পুরোনো সমস্যার সমাধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের শক্তি বাড়বে, আর ব্যবসায়ীদের জন্য আসতে পারে বড় মুনাফার সুযোগ।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের জন্য মঙ্গল ও চন্দ্রের যুগলবন্দী বাড়িয়ে দেবে সাফল্যের সম্ভাবনা। আটকে থাকা কাজ এগিয়ে যাবে, হঠাৎ অর্থলাভের সুযোগ তৈরি হবে। আত্মবিশ্বাস বাড়বে, পড়াশোনায় ভালো ফল মিলতে পারে। কর্মজীবনে অগ্রগতি এবং ব্যক্তিগত সম্পর্কে স্থিরতা আসতে পারে।

মীন
ন রাশির জাতকরাও এই সময় বড় সুফল পেতে পারেন। আয়ের উৎস বাড়বে, আর্থিক স্থিতি দৃঢ় হবে। শনির অবস্থান স্বাভাবিক সংযম এনে দেবে, রাহুর প্রভাব নতুন পরিকল্পনার দিক খুলে দিতে পারে। বৃহস্পতির অবস্থানও মীন রাশির জাতকদের পঞ্চম ভাবকে শক্তিশালী করবে, ফলে কেরিয়ারের উন্নতির সুযোগ তৈরি হবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement