Mahalaxmi Rajyog 2025: মহালক্ষ্মী রাজযোগে এই ৩ রাশির ভাগ্যের বন্ধ দরজা খুলতে চলেছে

Mahalaxmi Rajyog 2025: ২৪ সেপ্টেম্বর মনের গ্রহ চন্দ্র, যা প্রতি আড়াই দিনে তার রাশি পরিবর্তন করে, মঙ্গলের তুলা রাশিতে সংযোগ স্থাপন করবে। মঙ্গল ইতিমধ্যেই তুলা রাশিতে রয়েছে এবং এখন, চাঁদের আগমনের সঙ্গে সঙ্গে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হবে।

Advertisement
মহালক্ষ্মী রাজযোগে এই ৩ রাশির ভাগ্যের বন্ধ দরজা খুলতে চলেছেমহালক্ষ্মী রাজযোগ ২০২৫

Mahalaxmi Rajyog 2025: বৈদিক জ্যোতিষ অনুযায়ী, চন্দ্রের গতি সবচেয়ে দ্রুত। প্রায় প্রতি মাসেই সে ১২টি রাশির ভেতর দিয়ে গমন করে। চলতি মাসের ২৪ সেপ্টেম্বর ভোর ২:৫৫ মিনিটে, চন্দ্র কন্যা থেকে সরে গিয়ে প্রবেশ করেছে তুলা রাশিতে। যেখানে আগে থেকেই অবস্থান করছে মঙ্গল। আর এই দুই গ্রহের মিলনেই তৈরি হয়েছে এক গুরুত্বপূর্ণ শুভ মহালক্ষ্মী রাজযোগ। এই বিশেষ যোগকে অত্যন্ত শুভ বলে মনে করেন জ্যোতিষীরা। তাঁদের মতে, চন্দ্র ও মঙ্গলের সংযোগ যে রাশিগুলির উপর পড়ছে, তাদের জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে।

চন্দ্র ও মঙ্গলের সংযোগে যে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে, তা কর্কট, কন্যা ও কুম্ভ রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সময় থাকতে এই শুভ সময়ের সদ্ব্যবহার করুন।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত শুভ হতে পারে। সম্পদ ও সঞ্চয় বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে। কাজের জায়গায় ইতিবাচক পরিবর্তন আসবে, আত্মবিশ্বাসও বাড়বে। এই রাজযোগ কর্কট রাশির ঘরেই তৈরি হচ্ছে, ফলে পরিবারের মধ্যে সুখ-শান্তি বজায় থাকবে। বিরোধীদের প্রভাব কমে যাবে। ব্যবসায়ীরা আর্থিক স্বস্তি পাবেন। তরুণ প্রজন্ম লক্ষ্যপূরণে সফল হতে পারে। জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজেও লাভের সম্ভাবনা রয়েছে। এমনকি, শ্বশুরবাড়ির সঙ্গেও সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য চন্দ্র-মঙ্গলের এই সংযোগ এক দারুণ সুযোগ নিয়ে এসেছে। হঠাৎ কোনও অর্থ লাভ হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও আছে। আপনার কথায় মানুষ আকৃষ্ট হবে। পরিবারের সঙ্গে সময় আনন্দে কাটবে। চাকরি ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত স্পষ্ট। কোনও পুরনো সম্পর্ক পরিণতির দিকে এগোতে পারে। বিয়ের কথাও পাকাপাকি হতে পারে।

কুম্ভ রাশি
এই রাজযোগ কুম্ভ রাশির নবম ঘরে তৈরি হচ্ছে, যা ভাগ্য ও সৌভাগ্যের ঘর বলে ধরা হয়। ফলে কুম্ভ রাশির জাতকরা এই সময়ে বেশ কিছু শুভ সুযোগ পেতে পারেন। পেশাগত ক্ষেত্রে অগ্রগতি, আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ধর্মীয় বা সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করবে। চাকরিজীবীরা পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। বিনিয়োগ করার জন্যও এই সময়টি অনুকূল হতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement