Surya Grahan 2025: গ্রহণের অন্ধকারেও জীবনে আলোর রোশনাই, মহালয়াতে কোন কোন রাশির ভাগ্যের তালা খুলবে?

আলোর রোশনাইয়ে ভরে উঠবে জীবন। গ্রহণের অন্ধকারেও এই কয়েকটি রাশির ভাগ্যের তালা খুলে যাবে রাতারাতি। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

Advertisement
গ্রহণের অন্ধকারেও জীবনে আলোর রোশনাই, মহালয়াতে কোন কোন রাশির ভাগ্যের তালা খুলবে?
হাইলাইটস
  • মহালয়ার দিন গ্রহণের অন্ধকার
  • তা সত্ত্বেও জীবন ভরে উঠবে আলোয়
  • কোন কোন রাশির ভাগ্য চমকাবে?

২১ সেপ্টেম্বর মহালয়া। ওই দিনই আশ্বিন মাসের অমাবস্যা তিথি। পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হবে দেবীপক্ষ। আবার তার মধ্যেই রবিবার রয়েছে সূর্যগ্রহণ। গ্রহণের অন্ধকারের মধ্যেও একাধিক রাশির ভাগ্যে রয়েছে বড় চমক। কোন কোন রাশি রয়েছে তালিকায়? 

সূর্য এই মুহূর্তে কন্যা রাশিতে অবস্থান করছে। ভারতীয় সময় অনুসারে রবিবার রাত ১০টা ৫৯ মিনিটে শুরু হবে গ্রহণ। চলবে রাত ৩টে ২৩ মিনিট পর্যন্ত। গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে রবিবার রাত ১টা ১১ মিনিটে। মোট ৪ ঘণ্টা ২৪ মিনিট পর ছাড়বে গ্রহণ। ভারত থেকে যদিও এই গ্রহণের সাক্ষী থাকা যাবে না। ফলে পালিত হচ্ছে না সূতক কালও। যদিও জ্যোতিষীরা জানাচ্ছেন, গ্রহণ চাক্ষুস না করা গেলেও এর প্রভাব পড়বে একাধিক রাশির উপর। 

মেষ রাশি: সূর্যগ্রহণের শুভ প্রভাব পড়তে চলেছে মেষ রাশির জাতকদের উপর। ব্যবসায় ব্যাপক লাভ হবে। আর্থিক ভাবে লাভবান হবেন এই রাশির জাতকরা। দাম্পত্য জীবনেও সুখ বজায় থাকবে। পরিবারে চলবে আনন্দের ঘনঘটা। 

মিথুন রাশি: অমাবস্যায় সূর্যগ্রহণের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতকদের উপরেও। এদের জীবন আমূল বদলে যাবে। একের পর এক সুখবর আসবে। আটকে থাকা টাকা দীর্ঘদিন পর হাতে পাবেন। কেরিয়ারে উন্নতি হবে। 

সিংহ রাশি: বছরের শেষ সূর্যগ্রহণের ইতিবাচক প্রভাব পড়বে সিংহ রাশির জাতকদের জীবনে। বুদ্ধি ও সাহস কাজে লাগিয়ে যে কোনও সমস্যার সমাধান করে দিতে পারবেন এরা। আচমকা হাতে আসতে পারে বেশ কিছু টাকা। বিদেশ যাওয়ারও শুভ যোগ রয়েছে। 

কন্যা রাশি: সূর্য নিজেই এই মুহূর্তে কন্যা রাশিতে অবস্থান করছেন। ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণে ভাগ্য চমকাবে কন্যা রাশির জাতকদের। যে কোনও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে পারবেন। নতুন কাজ শুরু করার জন্যও সময়টি শুভ। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। 

ধনু রাশি: সূর্যগ্রহণের দিন থেকেই শুভ সময় শুরু হবে ধনু রাশির জাতকদের কেরিয়ারে অনেক উন্নতি হবে। পরিশ্রমের ফল পাবেন হাতেনাতে। লক্ষ্যের কাছাকাছি পৌঁছে দিতে ভাগ্য সহায় হবে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement