সূর্য-মঙ্গলের কৃপা পাবেন কারা?২০২৬-এর শুরুতেই খুব শুভ রাজযোগ তৈরি হতে চলেছে। এই যোগ ধনু রাশিতে তৈরি হওয়া মঙ্গলাদিত্য রাজযোগ, যা সূর্য ও মঙ্গলের যুতিতে তৈরি হবে। আসলে ৭ ডিসেম্বর ২০২৫-এ গ্রহের সেনাপতি মঙ্গল গোচর করে ফেলেছে আর ১৬ ডিসেম্বর ২০২৫-এ সূর্য গোচর করবে। আর এভাবেই ১৬ ডিসেম্বর ধনু রাশিতে সূর্য ও মঙ্গলের যুতি তৈরি হবে। সূর্য ও মঙ্গলের এই মিলনে মঙ্গলাদিত্য রাজযোগ তৈরি হবে। জ্যোতিষে এই যুতিকে খুবই শুভ বলে মনে করা হয়। এই যোগ ২০২৬-এর ১৪ জানুয়ারি পর্যন্ত থাকবে।
১৪ জানুয়ারি ২০২৬-এ সূর্যের মকর রাশিতে গোচরের পরই এই যুতি ভাঙবে। তবে কিছুদিন পর মঙ্গল ফের গোচর করে মকরে এন্ট্রি নেবে, যার ফলে আবারও এই শুভ যোগের সৃষ্টি হবে। তাই বছরের শুরুতেই এই যোগের তৈরি হওয়া ৪ রাশির কেরিয়ারে বড় উন্নতি ও টৈকা-পয়সা এনে দেবে। আসুন জেনে নিন মঙ্গলাদিত্য রাজযোগ কোন কোন রাশিদের জন্য ভীষণ রকমভাবে শুভ।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই যোগ খুবই শুভ বলে মনে করা হচ্ছে। মেষ রাশির অধিপতি মঙ্গল আর সূর্যের সঙ্গে যুতি করে এই রাশির জাতকদের কেরিয়ারে নতুন সুযোগ আসবে। অর্থ পাবেন। পরিশ্রমের ফল পাওয়া যাবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই গোচর খুবই লাভদায়ক প্রমাণিত হবে। সিংহ রাশির অধিপতি সূর্য আর সূর্যের মঙ্গল রাশির সঙ্গে মিলে তৈরি করা এই যোগ লাভ দেবে। আটকে থাকা কাজ পূরণ হবে। বাড়িতে সুখ-শান্তি থাকবে। সফলতা ও মান-সম্মান পাবেন।
ধনু রাশি
ধনু রাশির জন্য সূর্য-মঙ্গলের এই যুতি আরও লাভজনক হবে কারণ এই শুভ যোগ এই রাশিতেই হচ্ছে। পদোন্নতির সঙ্গে টাকাও পাবেন। ছোট খাটো ঝুঁকি নিতে পারেন এই সময়। নতুন বিনিয়োগের জন্য এই সময়কালটা ভাল। সম্মান বাড়বে।
মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য এই যোগ লাভ দেবে। অপ্রত্যাশিত অর্থলাভের প্রবল যোগ তৈরি হবে। আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য দ্রুত এগিয়ে যাবেন। সাহস বাড়বে। ইতিবাচক চিন্তা করলে সব কাজই দ্রুত সম্পন্ন হবে। আপনার সম্পর্ক আরও জোরালো হবে।