মঙ্গলের অস্তে অমঙ্গলজ্যোতিষ মতে মঙ্গল গ্রহ নিজের রাশি বৃশ্চিকে ৬ নভেম্বর অস্ত চলে গিয়েছে। কোনও গ্রহের অস্ত যাওয়া ভাল বলে মানা হয় না। অস্ত যাওয়ার অর্থই হল সেই গ্রহের শক্তি কমে যাওয়া। যদিও মঙ্গল নিজের স্বরাশি বৃশ্চিকে রয়েছে এবং রুচক রাজযোগ তৈরি করছে। কিন্তু মঙ্গলের অস্ত যাওয়া তার শুভ প্রভাবকে কমিয়ে দেবে অশুভ প্রভাব বাড়িয়ে দেবে। মুক্তির জন্য হনুমানজির শরণ করুন ও রোজ পুজো-অর্চনা করুন।
মেষ রাশি
মেষ রাশির অধিপতি মঙ্গল দেব আর রুচক রাজযোগ শুভ ফলদায়ী হবে। তবে মঙ্গলের অস্ত যাওয়া এই রাশির জন্য অনেক সমস্যা তৈরি করে। কেরিয়ারে সমস্যা তৈরি করবে। না চাইতেও কিছু বিষয়ে পরিবর্তন চিন্তা বাড়াবে। লেন-দেনের ক্ষেত্রে লোকসান হবে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য মঙ্গলের অস্ত হওয়া কেরিয়ারে প্রচুর পরিশ্রম করাবে তবে এর ফল পাবে না। ব্যবসায়ীদের লোকসান হবে। তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিন। তবে আয় বাড়ানোর সুযোগ মাঝে মাঝে পাবেনয দাম্পত্য জীবনে ঝগড়া হতে পারে।
সিংহ রাশি
মঙ্গলের অস্ত হওয়া বেশ কিছু অপ্রিয়কর ঘটনা ঘটাবে। লোককে দেখানোর চক্করে অপ্রয়োজনীয় অর্থ খরচ হবে। স্বাস্থ্য খাতে অর্থ খরচ হবে। কারোর সঙ্গে ঝগড়া হতে পারে, তাই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই রাশিতে অস্ত যাচ্ছে। এর ফলে এই জাতকদের উদ্বেগ, উন্নতিতে বাধা, অপ্রয়োজনীয় ব্যয় এবং পিঠে ব্যথার সম্মুখীন হতে হবে। রাগ এবং খিটখিটে ভাব কাজে ব্যাঘাত ঘটাতে পারে।
মীন রাশি
মঙ্গল অস্ত গিয়ে মীন রাশির জাতকদের কষ্ট আরও বাড়াবে। পুরনো ঝগড়া মাথা চাড়া দিয়ে উঠবে। ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। পরিবারে সমস্যা দেখা দিতে পারে।