Mangal Blessed Rashi 2026: আদিত্য মঙ্গল যোগে মঙ্গলময় জীবন, ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত রাজার হালে ৪ রাশি

Mangal Blessed Rashi 2026: রবিবার, ৭ ডিসেম্বর মঙ্গল গ্রহ ধনু রাশিতে প্রবেশ করে ফেলেছে। আর ধনু রাশিকে লাল গ্রহ থাকবে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত। আবার ১৬ ডিসেম্বর সূর্য গোচর করে ধনু রাশিতে প্রবেশ করবে, থাকবে ২০২৬ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত। এর ফলে ধনু রাশিতে মঙ্গল ও সূর্যের যুতির মাধ্যমে আদিত্য মঙ্গল রাজযোগের সূচনা হবে।

Advertisement
আদিত্য মঙ্গল যোগে মঙ্গলময় জীবন, ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত রাজার হালে ৪ রাশিমঙ্গল গোচরে ৪ রাশির অচ্ছে দিন শুরু
হাইলাইটস
  • রবিবার, ৭ ডিসেম্বর মঙ্গল গ্রহ ধনু রাশিতে প্রবেশ করে ফেলেছে।

রবিবার, ৭ ডিসেম্বর মঙ্গল গ্রহ ধনু রাশিতে প্রবেশ করে ফেলেছে। আর ধনু রাশিকে লাল গ্রহ থাকবে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত। আবার ১৬ ডিসেম্বর সূর্য গোচর করে ধনু রাশিতে প্রবেশ করবে, থাকবে ২০২৬ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত। এর ফলে ধনু রাশিতে মঙ্গল ও সূর্যের যুতির মাধ্যমে আদিত্য মঙ্গল রাজযোগের সূচনা হবে। এই যোগ খুবই শুভ বলে বিশ্বাস করা হয়। এই যোগে লাভবান হবেন ৪ রাশি। 

সিংহ রাশি
মঙ্গল গোচরের ফলে তৈরি আদিত্য মঙ্গল যোগ এই রাশির জন্য খুবই শুভ বলে প্রমাণিত হবে। আর্থিক দিক আরও মজবুত হতে চলেছে। সন্তান পক্ষ থেকে কোনও সুখবর পেতে পারেন। অর্থ লাভের যোগ তৈরি হবে। বিনিয়োগ থেকে লাভ হবে। ব্যক্তিগত সম্পর্ক আরও ভাল হবে। মা-বাবার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। 

তুলা রাশি
মঙ্গল গোচরের ফলে তৈরি হওয়া আদিত্য মঙ্গল যোগ তুলা রাশির কর্মক্ষমতা বাড়াবে। ভাগ্যের সঙ্গ মিলবে। কাজ খুব সহজেই হবে। আপনার কথার প্রভাবের জন্য কাজ হবে। আর্থিক মজবুতি বাড়ূবে। আপনার সাহস আরও বাড়বে। স্বাস্থ্য আগের তুলনায় আরও ভাল হবে। 

মকর রাশি
মকর রাশির জন্য আদিত্য মঙ্গল যুতি অনেক ক্ষেত্রে লাভ দেবে। বিরোধীরা পিছু হটতে শুরু করবে। আধ্যাত্মিকতার দিকে আপনার রুচি বাড়বে। ব্যবসা ভাল চলবে। আপনি নিজেকে শক্তিশালী বলে মনে করবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। একাধিক উৎস থেকে অর্থ আসবে। আপনি ফেব্রুয়ারির মধ্যে পদোন্নতি করতে সফল হবেন। 

কুম্ভ রাশি
সূর্য-মঙ্গলের যুতি কুম্ভ রাশির জাতকদের অনেক বড় ইচ্ছা পূরণ করবে। ইগো ও রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন। কাজে প্রদর্শন বাড়বে। বড় কোনও উপলব্ধি অর্জন করতে পারবেন। আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন। সঞ্চয় করতে সফল হবেন। অপ্রয়োজনীয় খরচ কমবে।   

POST A COMMENT
Advertisement