রাহু-মঙ্গলের অঙ্গারক যোগ ২০২৬বছরের দ্বিতীয় মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে বড় দুর্লভ সংযোগ তৈরি হতে চলেছে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, ২৩ ফেব্রুয়ারি গ্রহদের সেনাপতি মঙ্গল কুম্ভ রাশিতে গোচর করবে। মঙ্গল আগুনের তত্ত্ব হলে কুম্ভ রাশিকে বায়ু তত্ত্ব বলে বিবেচিত করা হয়। অপরদিকে, কুম্ভ রাশিতে রাহু বিরাজ করছে। এরকম অবস্থায় রাহু-মঙ্গলের যুতি ১৮ বছর পর কুম্ভে অঙ্গারক যোগ তৈরি করবে। আর রাহু-মঙ্গলের এই অঙ্গারক যোগ ৫ রাশির জীবন দুর্বিষহ করবে।
বৃষ রাশি
মঙ্গলের গোচর আপনার কর্মঘরে হবে। যার ফলে কাজের ক্ষেত্রে চাপ বাড়তে পারে। চাকরিতে সমস্যা, বরিষ্ঠ সহকর্মীদের সঙ্গে মতভেদ বা বিরোধ হতে পারে আগামী মাসে। আবেগের বশে নেওয়া কোনও সিদ্ধান্ত আর্থিক লোকসান করতে পারে। সুখ-সুবিধার কমতি হলে মানসিক অশান্তি বাড়বে। গাড়ি চালানোর সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
সিংহ রাশি
মঙ্গল আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে, যার ফলে অংশীদারিত্ব ও সম্পর্কে অশান্তির পরিস্থিতি তৈরি হবে। ব্যবসায় তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত লোকসান বাড়াতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ করে পরিবর্তন মানসিক চাপের সৃষ্টি করবে। দাম্পত্য ও ব্যক্তিগত জীবনে ধৈর্য রাখুন। নয়তো সম্পর্কে তিক্ততা বাড়তে পারে।
কন্যা রাশি
মঙ্গলের গোচর আপনার ষষ্ঠ ঘরে হবে। যার ফলে স্বাস্থ্য ও বিরোধীদের সঙ্গে যুক্ত চিন্তা বাড়তে পারে। এই সময় টাকা লেনদেন করবেন না। সফলতার জন্য পরিশ্রম করতে হতে পারে। নয়তো প্রত্যাশা মতো পরিণাম পাবেন না। এই সময় মান-সম্মান নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।
কুম্ভ রাশি
মঙ্গলের গোচর আপনার লগ্ন ঘরে হবে। এতে আপনার স্বভাব খিটখিটে থাকবে। রাগের বশে নেওয়া সিদ্ধান্ত মোটেও ভাল ফল দেবে না। গাড়ি-বাইক সাবধানে চালাবেন। আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে চড়াই-উৎরাই আসবে। পারিবারিক অশান্তি বাড়তে পারে। সংযম রাখা এই সময় খুবই জরুরি।
মীন রাশি
মঙ্গল আপনার দ্বাদশ ঘরে গোচর করবে, যার ফলে হঠাৎ করে খরচ বাড়তে পারে। অপ্রয়োজনীয় সফর করতে হতে পারে। বিনিয়োগ করলে তাতে ঝুঁকি রয়েছে। গোপন শত্রু সক্রিয় হবে। মানসিক অশান্তি ঘুমের ওপর প্রভাব ফেলবে। চাকুরীজিবী মানুষদের কর্মস্থানে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।