Mangal Gochar Rashifal: ২৩ জুলাই থেকে ৩ রাশির ফুলে-ফেঁপে ওঠার সময়,লাভ ঘরে তুলবে কারা?

Mangal Gochar Rashifal 2025: জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সকল গ্রহের সেনাপতি বলা হয়। তাকে রক্ত, সম্পত্তি, সাহস, ক্রোধ এবং বীরত্বের কারক হিসেবে বিবেচনা করা হয়। অন্যান্য গ্রহের মতো মঙ্গলও নিয়মিতভাবে গোচর করে। যখনই মঙ্গল রাশি পরিবর্তন করে, তখন তা সমস্ত জাতকের উপর প্রভাব ফেলে। কারও কারও ভাগ্য উজ্জ্বল হয় আবার কারও ক্ষতি হয়। 

Advertisement
২৩ জুলাই থেকে ৩ রাশির ফুলে-ফেঁপে ওঠার সময়,লাভ ঘরে তুলবে কারা?২৩ জুলাই থেকে ৩ রাশির ফুলে-ফেঁপে ওঠার সময়,লাভ ঘরে তুলবে কারা?

Mangal Gochar Rashifal 2025: বৈদিক জ্যোতিষে মঙ্গলকে বলা হয় সেনাপতি গ্রহ। রাশি পরিবর্তনের পাশাপাশি এই গ্রহ যখন নক্ষত্র বদল করে, তার প্রভাবও বিভিন্ন রাশির জাতকদের উপর পড়ে থাকে। আগামী ২৩ জুলাই মঙ্গলের নক্ষত্র পরিবর্তন লক্ষ্য করা যাবে। সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনীতে সে দিন সকাল ৮টা ৫০ মিনিটে প্রবেশ করবে মঙ্গল। ১৩ অগাস্ট পর্যন্ত মঙ্গল উত্তর ফাল্গুনীতে থাকবে। মঙ্গলের নক্ষত্র বদলের প্রভাবে নানা দিক থেকে উন্নতি করবেন পাঁচ রাশির জাতকরা। দেখে নিন এই তালিকায় কারা আছেন।

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সকল গ্রহের সেনাপতি বলা হয়। তাকে রক্ত, সম্পত্তি, সাহস, ক্রোধ এবং বীরত্বের কারক হিসেবে বিবেচনা করা হয়। অন্যান্য গ্রহের মতো মঙ্গলও নিয়মিতভাবে গোচর করে। যখনই মঙ্গল রাশি পরিবর্তন করে, তখন তা সমস্ত জাতকের উপর প্রভাব ফেলে। কারও কারও ভাগ্য উজ্জ্বল হয় আবার কারও ক্ষতি হয়। 

সিংহ রাশি (Leo)
মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে এলে তার সুপ্রভাব পাবেন সিংহ রাশির জাতকরা। এই সময় আপনি নতুন বাড়ি বা জমি কিনতে পারেন। নিজের স্থাবর সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন। উত্তরাধিকার সূত্রেও সম্পত্তি পেতে পারেন। আর্থিক পরিস্থিতিতে বিশেষ উন্নতি হওয়ার যোগ আছে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে।

তুলা রাশি (Libra)
মঙ্গলের উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচরের প্রভাবে সোনার সময় আসতে চলেছে তুলা রাশির জাতকদের জীবনে। এই সময় আপনার বাকি থাকা সব কাজ সম্পূর্ণ হবে। সমাজেও মান-মর্যাদা ও প্রতিপত্তি বাড়বে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন এবং উপার্জনের নতুন পথ আপনার সামনে খুলে যাবে।

বৃশ্চিক রাশি (Scorpio)
সূর্যের নক্ষত্রে মঙ্গলের গোচরের প্রভাবে বিশেষ সুসময় আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে। এই সময় আপনি সহজেই সাফল্য পাবেন। অতিরিক্ত উপার্জন করতে পারবেন এবং কম সময়ে বেশি কাজ করা সম্ভব হবে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। পরিবারের সঙ্গেও ভালো সময় কাটাবেন। ব্যবসায় বড় লাভ পাওয়ার যোগ আছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement