Mangal Lucky Zodiacs: ৪ রাশির জীবনে চরম সুখ, মঙ্গলের চালে মে মাসেই ভাগ্য বদল

জ্যোতিষ মতে, আগামী ১২ মে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে ৪ রাশির জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। উন্নতির যোগ রয়েছে। বিস্তারিত রইল...

Advertisement
৪ রাশির জীবনে চরম সুখ, মঙ্গলের চালে মে মাসেই ভাগ্য বদলভাগ্য বদলাবে ৪ রাশির জাতকদের।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ১২ মে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল।
  • যার প্রভাবে ৪ রাশির জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে।
  • উন্নতির যোগ রয়েছে।

জ্যোতিষ মতে, আগামী ১২ মে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে ৪ রাশির জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। উন্নতির যোগ রয়েছে। বিস্তারিত রইল...

মেষ রাশি (Aries): 

মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে লাভের মুখ দেখবেন মেষ রাশির জাতকরা। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ধনলাভের যোগ রয়েছে। 

কর্কট রাশি (Cancer): 

ভাগ্য বদলাবে কর্কট রাশির জাতকদের। মানসিক শান্তি মিলবে। চাকরিতে সাফল্য পাবেন। পদোন্নতির যোগ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে। 

মকর রাশি (Capricorn): 

কপাল খুলবে মকর রাশির জাতকদের। দীর্ঘদিনের আটকে থাকা কোনও কাজ সম্পন্ন হবে। পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়বে। কোনও সুখবর পেতে পারেন। 

বৃশ্চিক রাশি (Scorpio):

মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে ভাগ্য খুলবে বৃশ্চিক রাশির জাতকদের। চাকরিতে উন্নতি হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। ভাল সময় কাটবে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ। যার জেরে কপাল খুলবে বৃষ, মকর ও কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের।

POST A COMMENT
Advertisement