আগামী ৭ জুন ২০২৫, মঙ্গল গ্রহ প্রবেশ করবে সিংহ রাশিতে। ইতিমধ্যেই কেতু এই রাশিতে বিরাজ করছে। ফলে ওই দিন থেকে সিংহ রাশিতে তৈরি হবে মঙ্গল-কেতুর যুগলবন্দি। বৈদিক জ্যোতিষ মতে, একে বলা হয় ‘কুজ কেতু যোগ’। জ্যোতিষরা এই যোগকে অত্যন্ত বিধ্বংসী বলেই মনে করছেন।
মঙ্গল হল সাহস, শক্তি ও কর্মশক্তির প্রতীক। অন্যদিকে কেতু মানেই বিচ্ছিন্নতা, রহস্য এবং আধ্যাত্মিকতা। দুই গ্রহের মেলবন্ধন সিংহ রাশির মতো আগুন প্রকৃতির রাশিতে ঘটলে, তা বিশেষ প্রভাব ফেলবে বিভিন্ন রাশির জাতকদের উপর। এর মধ্যেও পাঁচটি রাশি রয়েছে বড়সড় ঝুঁকির মধ্যে।
মেষ রাশির পঞ্চম ঘরে হচ্ছে এই ভয়ানক সংযোগ। এর ফলে উচ্চশিক্ষায় বিঘ্ন ঘটতে পারে। সন্তানের দিক থেকে দুশ্চিন্তা বাড়বে। প্রেমের সম্পর্কে সমস্যার সম্ভাবনা। অফিসের সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন না। বন্ধুদের সঙ্গ থেকেও নিরাশ হতে পারেন। বহু কাজ বাধা পেতে পারে মাঝপথেই।
এই সংযোগ ঘটছে বৃষ রাশির চতুর্থ ঘরে। এতে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। মনের মধ্যে অস্থিরতা থাকবে। হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। মায়ের শরীর খারাপ হওয়ায় চিন্তা বাড়বে। এমনকি তাঁর স্বাস্থ্যঘটিত কারণে আইনি জটিলতা তৈরি হতে পারে। জমি-বাড়ি সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা।
দ্বিতীয় ঘরে হচ্ছে কর্কট রাশির এই সংযোগ। কথা বলার ধরন আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। সমাজে সম্মানহানি হতে পারে। বিনিয়োগ করতে হলে ভাবনা-চিন্তা করে করতে হবে। না হলে অর্থ আটকে যেতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনও সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়।
এই যোগ সিংহ রাশির প্রথম ঘরে। যার ফলে রাগের মাত্রা বাড়তে পারে। ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে। সামাজিক অপমান হওয়ার সম্ভাবনা। বৈবাহিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর শরীর নিয়েও চিন্তা থাকবে। সম্পর্ক এতটাই খারাপ হতে পারে যে বিচ্ছেদের সম্ভাবনাও তৈরি হবে। কাজের জায়গায় মানসিক চাপ ও অপমানের শিকার হতে পারেন। কথা বলার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি।
দশম ঘরে এই যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে পেশাগত জীবনে সমস্যা আনতে পারে। কাজের জায়গায় চাপ থাকবে। সফলতা পেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। বন্ধুদের সহযোগিতা কম মিলবে। তবে নিজের চেষ্টায় অনেক কিছু করে উঠতে পারবেন।
এই মঙ্গল-কেতুর যুগলবন্দি ৭ জুন থেকে শুরু হচ্ছে। মেষ, বৃষ, কর্কট, সিংহ ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা বিশেষ সতর্কতার। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভাবুন। সাবধান থাকুন, বিপদ এড়ান।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।