Visphotak Yog 2026: মঙ্গল-রাহুর ভয়ঙ্কর বিস্ফোটক যোগ, জানুয়ারির পর থেকেই ৩ রাশির বিপদ বাড়বে

গ্রহের সেনাপতি মঙ্গল ফেব্রুয়ারি ২০২৬-এ গুরুত্বপূর্ণ গোচর করতে চলেছে। মঙ্গল গোচর করে শনির রাশি কুম্ভে প্রবেশ করবে। আর এই রাশিতে প্রথম থেকেই রাহু বসে যুতি তৈরি করে রেখেছে। ২৩ ফেব্রুয়ারি ২০২৬-এ মঙ্গল গোচর করে কুম্ভ রাশিতে আসবে এবং ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই রাশিতেই থাকবে।

Advertisement
মঙ্গল-রাহুর ভয়ঙ্কর বিস্ফোটক যোগ, জানুয়ারির পর থেকেই ৩ রাশির বিপদ বাড়বে রাহু-মঙ্গলের যুতিতে সতর্ক থাকতে হবে কাদের?
হাইলাইটস
  • গ্রহের সেনাপতি মঙ্গল ফেব্রুয়ারি ২০২৬-এ গুরুত্বপূর্ণ গোচর করতে চলেছে।

গ্রহের সেনাপতি মঙ্গল ফেব্রুয়ারি ২০২৬-এ গুরুত্বপূর্ণ গোচর করতে চলেছে। মঙ্গল গোচর করে শনির রাশি কুম্ভে প্রবেশ করবে। আর এই রাশিতে প্রথম থেকেই রাহু বসে যুতি তৈরি করে রেখেছে। ২৩ ফেব্রুয়ারি ২০২৬-এ মঙ্গল গোচর করে কুম্ভ রাশিতে আসবে এবং ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই রাশিতেই থাকবে। অপরদিকে, রাহু কুম্ভ রাশিতে বিরাজ রয়েছে। ২০২৬-এর ডিসেম্বর পর্যন্ত সেখানেই থাকবে। এর ফলে ২৩ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত কুম্ভতে মঙ্গল রাহুর যুতি তৈরি হবে, যা বিস্ফোটক যোগের তৈরি করবে। আর এই যোগের ফলে ৩ রাশির জীবনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে দেখা যাবে। এই সময়কালে এদের সতর্ক থাকা প্রয়োজন। 

মেষ রাশি
মেষ রাশির অধিপতি স্বামী মঙ্গল গ্রহ আর রাহুর সঙ্গে যুতি করা, এই রাশির জাতকদের একাধিক সমস্যার মুখে ফেলবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। ঝগড়া-অশান্তি বাড়বে। স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়বে। আর্থিক হানি হতে পারে। 

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য এই মঙ্গল-রাহুর যুতিতে তৈরি বিস্ফোটক যোগ স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে দেবে। তাই অসুস্থ হলেই গাফিলতি না করে চিকিৎসা করান। খাওয়া-দাওয়ার দিকে মনোযোগ দিন। আগে থেকেই অসুস্থরা নিজের শরীরের যত্ন নিন। স্বাস্থ্যের কারণে অনেকগুলো টাকা খরচ হয়ে যেতে পারে। 

মকর রাশি
মকর রাশির জন্য এই যুতি একেবারেই ঠিক নয়। অর্থ সঙ্কট দেখা দেবে। বিনিয়োগ এখন একেবারেই করবেন না। ঝুঁকি নেওয়া একেবারে ঠিক নয়। হাসপাতালে যাতায়াত বাড়তে পীরে, চিকিৎসায় খরচ হতে পারে। 

বাঁচার উপায়
রোজ হনুমান চল্লিসার পাঠ করুন। রাহুর কুপ্রভাব থেকে বাঁচতে কুকরকে খাবার খাওয়ান। জপ-পাঠ করুন। ইতিবাচক চিন্তা রাখুন।  

POST A COMMENT
Advertisement