Rashifal Angarak Yog: ১৮ বছর পর কুম্ভ রাশিতে বিরল যোগে, ৫ রাশি সাবধান থাকুন

Rashifal Angarak Yog: জ্যোতিষশাস্ত্র বলছে, অগ্নিতত্ত্বের মঙ্গল যখন বায়ুতত্ত্বের কুম্ভে প্রবেশ করে, তখন উত্তেজনা, বৈরিতা আর আর্থিক অস্থিরতা বাড়ে। কয়েকটি রাশির উপর এই সময় বাড়তি চাপ তৈরি হতে পারে।

Advertisement
১৮ বছর পর কুম্ভ রাশিতে বিরল যোগে, ৫ রাশি সাবধান থাকুনঅঙ্গারক যোগে সাবধান ৩ রাশি

Rashifal Angarak Yog: ফেব্রুয়ারি ২০২৬-এর শেষে বড়সড় গ্রহগত পরিবর্তন। প্রায় ১৮ বছর পর মঙ্গল ঢুকছে কুম্ভ রাশিতে। একই রাশিতে আগে থেকেই রয়েছে রাহু। দু’য়ে মিলে তৈরি হচ্ছে বিরল অঙ্গারক যোগ। জ্যোতিষশাস্ত্র বলছে, অগ্নিতত্ত্বের মঙ্গল যখন বায়ুতত্ত্বের কুম্ভে প্রবেশ করে, তখন উত্তেজনা, বৈরিতা আর আর্থিক অস্থিরতা বাড়ে। কয়েকটি রাশির উপর এই সময় বাড়তি চাপ তৈরি হতে পারে।

বৃষ রাশি
প্রথমেই সমস্যায় পড়তে পারে বৃষ রাশি। দশম ভাবের মঙ্গল কর্মক্ষেত্রে টানাপড়েন বাড়াতে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে বিবাদ, হঠাৎ সিদ্ধান্তে আর্থিক ক্ষতি এবং যানবাহন সংক্রান্ত ঝুঁকি। সব মিলিয়ে সতর্ক থাকতে হবে পুরো মাস জুড়ে।

সিংহ রাশি
সিংহ রাশির জন্য এই যোগ সম্পর্ক ও পার্টনারশিপে টানাপড়েন সৃষ্টি করতে পারে। ব্যবসায় তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে। চাকরিক্ষেত্রে পরিবর্তনের চাপ বাড়বে। মানসিক দুশ্চিন্তাও বাড়বে। বিবাহিতদের ক্ষেত্রে ধৈর্য না থাকলে সম্পর্কে ফাটল তৈরি হতে পারে।

কন্যা রাশি
কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল ষষ্ঠ ভাব দখল করায় শত্রু ও স্বাস্থ্য দু’দিকেই সমস্যা বাড়তে পারে। ধারের টাকা নেওয়া থেকে দূরে থাকতে হবে। প্রচুর পরিশ্রম করেও তুলনামূলক কম সাফল্য মিলতে পারে। বদনাম বা ভুল বোঝাবুঝির আশঙ্কাও রয়েছে।

কুম্ভ রাশি
মঙ্গলের গোচর আপনার লগ্নভাবে হতে চলেছে। এর ফলে আপনার স্বভাবের মধ্যে খিটখিটে ভাব বাড়তে পারে। রাগের মাথায় নেওয়া কোনও সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। যানবাহন খুবই সতর্কভাবে চালাতে হবে, কারণ আঘাত বা দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও উত্থান–পতন চলতে থাকবে। পারিবারিক টানাপড়েনও বাড়তে পারে। তাই পুরো সময়টায় সংযম ধরে রাখা অত্যন্ত জরুরি।

মীন রাশি
মীন রাশির জন্য পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং। মঙ্গল দ্বাদশ ভাবের অবস্থানে খরচ বাড়িয়ে দেবে। অপ্রত্যাশিত যাত্রা, গোপন শত্রুর সক্রিয়তা এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে। চাকরিতে বাধা আসতে পারে। ভুল বিনিয়োগ থেকে দূরে থাকা জরুরি।

সামগ্রিক ভাবে অঙ্গারক যোগের সময়ে অনেকেই হঠাৎ রাগ, সিদ্ধান্তে তাড়াহুড়ো ও আর্থিক চাপে ভুগতে পারেন। জ্যোতিষীরা পরামর্শ দিচ্ছেন। হনুমান চালিশা পাঠ ও লাল কাপড় দান করলে মানসিক স্থিরতা বাড়তে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement