Mangal Gochar Zodiac Signs: জুলাই শেষে ৩ রাশির ব্যাপক সুখ-উন্নতি, মঙ্গলের কৃপায় ভাগ্য বদল

জ্যোতিষ মতে, আগামী ২৩ জুলাই নক্ষত্র বদলাবে মঙ্গল। উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

Advertisement
জুলাই শেষে ৩ রাশির ব্যাপক সুখ-উন্নতি, মঙ্গলের কৃপায় ভাগ্য বদলমঙ্গলের চালে কপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ২৩ জুলাই নক্ষত্র বদলাবে মঙ্গল।
  • উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল।
  • যার প্রভাবে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, আগামী ২৩ জুলাই নক্ষত্র বদলাবে মঙ্গল। উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

বৃশ্চিক রাশি (Scorpio): 

মঙ্গলের কৃপায় কপাল খুলবে বৃশ্চিক রাশির জাতকদের। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসা লাভজনক হবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। 

সিংহ রাশি (Leo): 

ভাগ্য বদলাবে সিংহ রাশির জাতকদের। সম্পদ লাভের যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পরিবারে সুখের পরিবেশ থাকবে। 

তুলা রাশি (Libra): 

শুভ প্রভাব পড়বে তুলা রাশির জাতকদের। সমাজে সুনাম বাড়বে। অর্থলাভের যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে কপাল খুলবে মকর, বৃশ্চিক, সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২০ জুলাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু। আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত কেত ওই নক্ষত্রেই থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, বৃশ্চিক, মিথুন ও কুম্ভ রাশির জাতকরা। 
 

POST A COMMENT
Advertisement