Mangal Gochar Zodiacs: ৩ রাশির উন্নতি ফুলে ফেঁপে উঠবে, মঙ্গলের গোচরে ভাগ্য বদল

জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। যার ফলে লাভবান হবেন ৩ রাশির জাতকদের। চাকরি-ব্যবসায় বিরাট উন্নতির যোগ রয়েছে। জেনে নিন বিশদে...

Advertisement
৩ রাশির উন্নতি ফুলে ফেঁপে উঠবে, মঙ্গলের গোচরে ভাগ্য বদলভাগ্য বদলাবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল।
  • যার ফলে লাভবান হবেন ৩ রাশির জাতকদের।
  • চাকরি-ব্যবসায় বিরাট উন্নতির যোগ রয়েছে।

জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। যার ফলে লাভবান হবেন ৩ রাশির জাতকদের। চাকরি-ব্যবসায় বিরাট উন্নতির যোগ রয়েছে। জেনে নিন বিশদে...


মিথুন রাশি (Gemini): 

ভাগ্য বদলাবে মিথুন রাশির জাতকদের। অর্থলাভের যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। 

তুলা রাশি (Libra): 

কপাল খুলবে তুলা রাশির জাতকদের। ধনলাভের যোগ রয়েছে। বিনিয়োগের জন্য ভাল সময়। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। 

মীন রাশি (Pisces):

ভাগ্য বদলাবে মীন রাশির জাতকদের। কোনও সুখবর পেতে পারেন। সমাজে সুনাম বাড়বে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। চাকরিতে উন্নতি হবে। 

অন্য দিকে,  জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের। আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ। যার জেরে কপাল খুলবে বৃষ, মকর ও কর্কট রাশির জাতকদের। আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের। আগামী ১৩ জুলাই সকালে বক্রি হতে চলেছে শনি। যার প্রভাবে কপাল খুলবে কর্কট, মীন ও বৃষ রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement