Mars Transit Lucky Zodiac: আগামী ১০ অগাস্ট মঙ্গলের রাশি পরিবর্তন, ৫ রাশির জীবন বদলে যাওয়ার যোগ

Mars Transit Impact on Zodiac: রাশি পরিবর্তন করতে চলেছে মঙ্গল। আগামী বুধবার, ১০ অগাস্ট বৃষ রাশিতে যাচ্ছে মঙ্গল। মঙ্গলের এই গোচর কিছু রাশির জন্য বরদানের সমান। সৌভাগ্য নেমে আসবে এই রাশিগুলির। মঙ্গলের কৃপা তাদের জন্য খুবই শুভ। কিছু রাশির জীবনে নতুন পথ খুলবে। অর্থ লাভের যোগ রয়েছে কিছু  রাশিতে। 

Advertisement
আগামী ১০ অগাস্ট মঙ্গলের রাশি পরিবর্তন, ৫ রাশির জীবন বদলে যাওয়ার যোগ মঙ্গলের রাশি পরিবর্তন (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • রাশি পরিবর্তন করতে চলেছে মঙ্গল
  • আগামী বুধবার, ১০ অগাস্ট বৃষ রাশিতে যাচ্ছে মঙ্গল
  • মঙ্গলের এই গোচর কিছু রাশির জন্য বরদানের সমান

Mars Transit Impact on Zodiac: রাশি পরিবর্তন করতে চলেছে মঙ্গল। আগামী বুধবার, ১০ অগাস্ট বৃষ রাশিতে যাচ্ছে মঙ্গল। মঙ্গলের এই গোচর কিছু রাশির জন্য বরদানের সমান। সৌভাগ্য নেমে আসবে এই রাশিগুলির। মঙ্গলের কৃপা তাদের জন্য খুবই শুভ। কিছু রাশির জীবনে নতুন পথ খুলবে। অর্থ লাভের যোগ রয়েছে কিছু  রাশিতে। 

কোন রাশিগুলিতে থাকবে মঙ্গলের কৃপা?

বৃষ রাশি- মঙ্গলের গোচরে বৃষ রাশির জাতকদের ভাগ্য খুলবে। পুরনো ঝগড়া, অশান্তি থেকে মুক্তি মিলবে, আত্মবিশ্বাস বাড়বে। অর্থ বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময়টা খুব অনুকূল। চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ আছে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো।

কর্কট রাশি- এ সময় কর্কট রাশির চাকরিতে সাফল্য রয়েছে। নতুন চাকরিতে ভালো সুযোগ। উপার্জনের রাস্তা বেরোবে। ধনে-মানে বেড়ে উঠবে আজ কর্কট রাশির।

সিংহ রাশি- ফেলে রাখা কাজ করে ফেলুন, এ সময় পূর্ণ হবে। বিদেশে ভ্রমণ হতে পারে। গাড়ি, বাড়ি সবকিছু এসময় কেনার সুবর্ণ সুযোগ। অর্থলাভ হবে।

ধনু রাশি- আর ৪ দিন পর আয় বৃদ্ধি পাবে ধনু রাশির। কাজের জায়গায় বড় কোনও উন্নতির যোগ। নতুন মানুষের সন্ধান মিলতে পারে। 

কুম্ভ রাশি- মঙ্গলের বৃষ রাশিতে গোচরে কুম্ভ রাশির জাতকরা যেকোনও সুখবর পেতে পারেন। সম্পর্ক মধুর হবে, গভীরতা বাড়বে। অর্থ লাভ হবে।

POST A COMMENT
Advertisement