Budh Margi: হাতে আসবে প্রচুর টাকা, বুধের কেরামতিতে দারুণ সুখ ৩ রাশির

জ্যোতিষ মতে, এই মুহূর্তে মীনে বক্রচাল চলছে বুধের। মার্গী হচ্ছে বুধের। এর প্রভাবে ৩ রাশির জীবনে আসবে বিরাট পরিবর্তন। কারও অর্থলাভ হবে আবার কোনও কোনও রাশির জাতকদের ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...

Advertisement
হাতে আসবে প্রচুর টাকা, বুধের কেরামতিতে দারুণ সুখ ৩ রাশিরকপাল খুলবে ৩ রাশির জাতকদের।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, এই মুহূর্তে মীনে বক্রচাল চলছে বুধের।
  • মার্গী হচ্ছে বুধের।
  • এর প্রভাবে ৩ রাশির জীবনে আসবে বিরাট পরিবর্তন।

জ্যোতিষ মতে, এই মুহূর্তে মীনে বক্রচাল চলছে বুধের। মার্গী হচ্ছে বুধের। এর প্রভাবে ৩ রাশির জীবনে আসবে বিরাট পরিবর্তন। কারও অর্থলাভ হবে আবার কোনও কোনও রাশির জাতকদের ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...

বৃষ রাশি (Taurus): 
বুধের মার্গীতে কপাল খুলবে বৃষ রাশির জাতকদের। অর্থলাভ হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন। সব বাধা কেটে যাবে। 

কুম্ভ রাশি (Aquarius): 
 ভাগ্য খুলবে কুম্ভ রাশির জাতকদের। কোনও সুখবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। পড়ুয়াদের জন্য ভাল সময়। 

কর্কট রাশি (Cancer): 
ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের। ধনলাভের সুযোগ রয়েছে। কেরিয়ারে সাফল্য পাবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে শনি। ২০২৫ সালে রাশি বদলাবে এই গ্রহ। কুম্ভ রাশিতে শনির অবস্থানের কারণে শশ মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। এই শুভ যোগের প্রভাবে ভাগ্যোদয় হবে বৃষ, কুম্ভ এবং মকর রাশির জাতকদের। জ্যোতিষ মতে, অক্ষয় তৃতীয়া খুবই শুভ দিন। এ বছর আগামী ১০ মে অক্ষয় তৃতীয়া পড়েছে। এই দিন একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে। যার প্রভাবে মালামাল হবেন ৩ মেষ, বৃষ এবং মীন রাশির জাতকরা। 

POST A COMMENT
Advertisement