কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফল। আজ বেরোল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এখন থেকেই কেরিয়ার পথে ধাবমান হওয়ার সময়। কোন ক্ষেত্রে কেরিয়ারে উন্নতির সম্ভাবনা বেশি, তা নিয়ে অনেকেই ধন্দে থাকেন। জানুন আপনার রাশি অনুযায়ী কোথায় গেলে সাফল্য পাবেন
মেষ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য সেরা কেরিয়ার হতে পারে রাজনীতি, নির্মাণশিল্প, ব্যবসা এবং শিক্ষাক্ষেত্রে।
বৃষ রাশি- শিক্ষা, আইন, ইন্টিরিয়র ডিজাইন এবং পাবলিক রিলেশনে উন্নতি করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
মিথুনরাশি- সাংবাদিক, পর্যটক, অভিনেতা এবং মার্কেটিংয়ে সুনাম করার বেশি সম্ভাবনা মিথুন রাশির জাতক-জাতিকাদের।
কর্কট রাশি- আইনজীবী, মনোবিদ ও সমুদ্র বিশেষজ্ঞ হতে পারেন কর্কট রাশির জাতক-জাতিকারা। বেকারি শিল্পেও সফল হন।
সিংহ রাশি- ম্যানেজার বা বসের পদ, এডিটর, অভিনেতা ও কোম্পানির সিইও পর্যন্ত হতে পারেন সিংহ রাশির ব্যক্তিরা। ছোট থেকে তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা।
কন্যা রাশি- তদন্তকারী বা পুলিশ, অনুবাদক, এডিটর এবং পরিসংখ্যানবিদ হলে কেরিয়ারে আকাশ ছোঁয়ার সুযোগ।
তুলা রাশি- আইনজীবী, কূটনীতিক ও সমাজকর্মী হলে সাফল্য পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
বৃশ্চিক রাশি- গোয়েন্দা, ডাক্তার, বিজ্ঞানী ও গবেষক হলে এই রাশির জাতক-জাতিকাদের উন্নতির সুযোগ।
ধনু রাশি- পশু প্রশিক্ষক, পাবলিক রিলেশন অফিসার ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশি।
মকর রাশি- ব্যাঙ্ক কর্মী, হিসাবরক্ষক, মেডিসিন সংক্রান্ত চাকরি ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কেরিয়ার উজ্জ্বল এই রাশির জাতক-জাতিকাদের।
কুম্ভ রাশি- বিজ্ঞানী, মিউজিশিয়ান, জ্যোতির্বিদ ও গবেষক হলে কেরিয়ার তুঙ্গে পৌঁছবে।
মীন রাশি- মনোবিদ, কলাশিল্প ও পশু চিকিৎসায় কেরিয়ার করলে উন্নতির প্রভূত সুযোগ।
আরও পড়ুন- ঘরে পিরামিড রাখলে উন্নতি ও শত্রুনাশ, ফল পেতে কোন দিকে রাখবেন?