Neechbhang Rajyog 2025 Rashifal Good Effects: জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট ১২ রাশি ও ৯ টি গ্রহের উল্লেখ রয়েছে। যখন গ্রহরা ঘর পরিবর্তন করেন তখন সকল রাশির ব্যক্তিদের উপরেই বিশাল প্রভাব ফেলে। সেটি কারোর জীবনে নেতিবাচকও হতে পারে, আবার কারোর জীবনে তা ইতিবাচকও হতে পারে। গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত স্থান বদল করে সব রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানা রকম যোগের সৃষ্টি করে। যার প্রভাব পড়ে সকলের ওপরে।
এই সময়ে ব্যবসার দাতা বুধ রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে। মার্চ মাসে নীচভঙ্গ রাজযোগ তৈরি হবে। যার শুভ প্রভাবে চাকরি থেকে ব্যবসায়ে সফলতার সময় শুরু হবে। কারা নয়া সম্পত্তির মালিক হবেন, জানুন।
বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির ব্যক্তিদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এই সময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। হঠাৎ করেই অর্থ লাভ হবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে আপনার। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনার প্রতি সম্পূর্ণ সদয় হবেন। আপনি ঘরে ও বাইরের মানুষের কাছ থেকে সহযোগিতা ও সমর্থন পাবেন। কর্মজীবন ও ব্যবসায় দ্রুত অগ্রগতি দেখতে পাবেন। এ সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। দাম্পত্য জীবনের সুখে থাকতে পারবেন।
মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারবেন আপনি। মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে পারবেন। কেরিয়ার থেকে ব্যবসায় লাভ হবে আপনার। এসময় যদি আপনি নতুন চাকরির পরীক্ষার দেওয়ার কথা ভাবেন সেখানেও সফলতা আসবে। নতুন কোনও পাইকারি ব্যবসায় খুব লাভ হবে। অর্থ উপার্জনের নতুন সুযোগ পাবেন। এই সময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। এসময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি (Virgo)
কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর এই রাজযোগের শুভ প্রভাব পড়বে। তাদের পরিবেশ অনুকূলে থাকবে। সোনা ব্যবসায়ে আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ করতে পাবেন। এই সময়ের মধ্যে আপনি ভালো মুনাফা অর্জন করবেন। আপনার সম্মান বৃদ্ধি পাবে। এই সময় বিবাহিত জীবনে সুখী হবেন। সমাজে সম্মান বাড়তে থাকবে। অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না। কর্মক্ষেত্রে আপনার কাজে খুশি হয়ে আপনার সিনিয়ররা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন।