Nil Sasthi Horoscope: উপচে পড়বে টাকা, ২৪ ঘণ্টায় ভাগ্য খুলবে ৩ রাশির

শুক্রবার নীলষষ্ঠী। এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, এই দিনে ৩ রাশির জাতকদের কপাল খুলবে। কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে। আবার, কোনও রাশির জাতকদের ঘরে আসবে সুখ-সমৃদ্ধি। তা হলে জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...

Advertisement
উপচে পড়বে টাকা, ২৪ ঘণ্টায় ভাগ্য খুলবে ৩ রাশিরভাগ্যোদয় হবে ৩ রাশির।
হাইলাইটস
  • শুক্রবার নীলষষ্ঠী।
  • এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।
  • জ্যোতিষ মতে, এই দিনে ৩ রাশির জাতকদের কপাল খুলবে।

শুক্রবার নীলষষ্ঠী। এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, এই দিনে ৩ রাশির জাতকদের কপাল খুলবে। কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে। আবার, কোনও রাশির জাতকদের ঘরে আসবে সুখ-সমৃদ্ধি। তা হলে জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...

মকর রাশি (Capricorn): 
নীলষষ্ঠীতে সাফল্য পাবেন মকর রাশির জাতকরা। সমাজে সুনাম বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

ধনু রাশি (Sagittarius): 
 কপাল খুলবে ধনু রাশির জাতকদের। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। পরিবারের সদস্যের সঙ্গে ভাল সময় কাটবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। 

তুলা রাশি (Libra): 
ভাগ্য়োদয় হবে তুলা রাশির জাতকদের। আয় বাড়বে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। সব কাজে সাফল্য পাবেন। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, এপ্রিল মাসে রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য। বাংলা নববর্ষের ঠিক আগে ১৩ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য। এর ফলে লাভবান হবেন বৃষ, মেষ, মিথুন রাশির জাতরা। চলতি মাসে রাশি বদলাবে শুক্র। আগামী ২৪ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। মেষ রাশিতে শুক্রের গোচরের ফলে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ, তুলা, মিথুন, মকর রাশির জাতকরা। 

POST A COMMENT
Advertisement