scorecardresearch
 

October Career Rashifal: এই ৫ রাশির অক্টোবর মাস চরাই-উৎরাইয়ে ভরা থাকবে!

October 2021 Monthly Career Horocope: কেরিয়ারের দিক থেক অক্টোবর মাস কিছু রাশির জাতকের জন্য খুব ভাল কাটবে। তবে কিছু রাশিরকে বিশেষ যত্ন নিতে হবে। এক নজরে দেখে নিন আপনার এই মাসের কেরিয়ার কেমন থাকবে।  

 অক্টোবর মাসের কেরিয়ার রাশিফল অক্টোবর মাসের কেরিয়ার রাশিফল

October 2021 Monthly Career Horocope: কেরিয়ারের দিক থেক অক্টোবর মাস কিছু রাশির জাতকের জন্য খুব ভাল কাটবে। তবে কিছু রাশিরকে বিশেষ যত্ন নিতে হবে। এক নজরে দেখে নিন আপনার এই মাসের কেরিয়ার কেমন থাকবে।  

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20) 

কর্ম ও কেরিয়ারের দিক থেকে এই মাসটা শুভ কাটবে। এই মাসে কেরিয়ারে অনেক প্রগতি। ব্যবসা ও চাকরী উভয় ক্ষেত্রেই ভাল ফল। কর্মক্ষেত্রে পারফরম্যান্স ভাল হবে। অভিজ্ঞতা এবং পরিশ্রম উভয়ের ফল ভিত্তি করে ফল পাবেন। লাভ বৃদ্ধি। পদোন্নতির সম্ভাবনা। পার্টনারশিপ ব্যবসা এড়িয়ে চলুন।

 
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

মিশ্রফল। কেরিয়ারে চরাই -উতরাই থাকবে। সকলের সঙ্গে পরিকল্পনা শেয়ার করবেন না। গোপনীয়তা বজায় রাখুন। ১৭ অক্টোবরের বিরধ্রীদের থেকে সাবধান। ব্যবহার ভাল রাখুন। নয়তো সমস্যা হতে পারে। 


মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21) 

কঠোর পরিশ্রমে সাফল্য আসবে। ব্যবসায় উন্নতি। সরকারি চাকুরীজীবিদের ভাল ফল পাবেন। দেরি হলেও সাফল্য আসবে।  


কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

কর্মব্যস্ততা থাকবে। কাজের চাপ থাকলেও, সময়ে কাজ শেষ করতে পারবেন। প্রশংসা প্রাপ্তি। ২২ অক্টোবরের পর পদোন্নতির সম্ভাবনা। সহযোগিতা প্রাপ্তি। 


সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

কর্মক্ষেত্রে আপনার জায়গা ভাল হবে। বন্ধু, ভাই-বোনেদের সমর্থন। আয়ের নতুন উৎস। কর্মক্ষেত্রে উন্নতি। ভাগ্য সহায় থাকবে। ছোট -বড় বাঁধা কেটে যাবে।  


কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23) 

সাফল্য আসবে। নতুন সুযোগ আসবে। পদোন্নতির যোগ। মাথায়, চাকরী পরিবর্তনের চিন্তা আসবে। ব্যবসায় উন্নতি। স্থানান্তরের যোগ আছে। নতুন যোগাযোগ লাভজনক হবে। 


তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23) 

তুলার এই মাসটা খুব ভাল কাটবে। কেরিয়ারে ভাল জায়গায় পৌঁছাতে পরিশ্রম। প্রত্যাশা পূরণ। ব্যবসায়ীদের তুলনামূলক কম লাভ। নতুন কোনও ব্যবসার সম্ভাবনা। 

 

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

সহযোগিতা প্রাপ্তি। চাকরিতে উন্নতির যোগ। ব্যবসার বিস্তার। নতুন কাজ কিংবা প্রোজেক্ট সম্পন্ন। পদোন্নতির যোগ। 


ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21) 

ভাল ফল লাভ। কাজে মনোযোগ দিলে, ভাল ফল মিলবে। কেরিয়ারে উন্নতি। সরকারি চাকুরীজীবীদের জন্য শুভ সময়। লাভ হবে। 


মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21) 

সাফল্য আসবে। কর্মক্ষেত্রে সকলের সঙ্গে সম্পর্কের উন্নতি। এই মাসে কঠোর পরিশ্রমে ভাল ফল আসবে। পদোন্নতির যোগ।  


কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19) 

খারাপ ভাল মিলিয়ে সময় কাটবে। কর্মে বাঁধা আসতে পারে। ২২ অক্টোবরের পর থেকে পরিস্থিতির উন্নতি। কঠোর পরিশ্রম হবে এই মাসে। 


মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20)

মাসের প্রথম ভাগ ভাল কাটলেও, শেষের দিকে খারাপ কাটতে পারে। মিশ্র সময় কাটবে অক্টোবর মাস। কাজ নিয়ে খুশি থাকবেন।