শুরু থেকে শেষ অক্টোবরের গোটা মাস মানুষের জীবনে বিশেষ প্রভাব ফেলতে চলেছে। মাসের প্রথমেই ২ অক্টোবর সূর্যগ্রহণ হতে চলেছে। অপরদিকে মাসের শেষ ৩১ অক্টোবর মহাপর্ব দিওয়ালি পালন করা হবে। এরই মাঝে অর্ধেক গ্রহ-গোচর হবে। অক্টোবরে একাধিক গ্রহ গোচর হতে চলেছে। যার মধ্যে শনি নক্ষত্র পরিবর্তন, গুরুর বক্রী চাল, সূর্য, বুধ, শুক্র, মঙ্গলের রাশি গোচরও সামিল রয়েছে। এই গ্রহ গোচরের ফলে ৪টি রাজযোগ তৈরি হবে। যা ৪ রাশির জন্য সুখবর নিয়ে হাজির হবে। জানুন এই লাকি রাশি কারা।
বৃষ রাশি
এই অক্টোবর মাসে আপনার বড় কোনও লাভ হতে চলেছে। নতুন চাকরি পাওয়ার প্রবল যোগ রয়েছে। নতুন কোনও যাত্রায় যেতে পারেন আর এটার ফলে লাভও হবে। আর্থিক পরিস্থিতি শুধরাবে। আপনার দাম্পত্য জীবন সুখের হবে।
কর্কট রাশি
এই মাসে চাকুরিজীবীদের আয় বাড়বে। একের অধিক আয়ের রাস্তা খুলে যাবে। জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তন হবে। পুরনো সমস্যা দূর হবে। আর্থিক সঙ্কট কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ মিটে যাবে।
সিংহ রাশি
অক্টোবরে সিংহ রাশির রোজগার বাড়বে। নতুন চাকরির খোঁজ করছেন যাঁরা তাঁরা এই সময় পেয়ে যাবেন। আর্থিক সমস্যা দূর হবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন।
তুলা রাশি
এই মাসে তুলা রাশির ওপর মা লক্ষ্মীর কৃপা থাকবে। আপনাকে মা লক্ষ্মী প্রচুর ধন-দৌলত দেবে। সুখবর পেতে পারেন এই সময়। অবিবাহিতদের বিয়ে হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক কাজের দিকে ঝোঁক বাড়বে।