Surya Nakshatra Parivartan: ১৯ নভেম্বর সূর্য প্রবেশ করবে শনি নক্ষত্রে, এই ৩ রাশি মালামাল হবে

১৯ নভেম্বর গ্রহের রাজা সূর্য নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। আসলে সূর্য শক্তি, আত্মবিশ্বাস, নেতৃত্বের প্রতিনিধিত্ব করে। অপরদিকে শনি অনুশাসন, কর্ম, সংঘর্ষের গ্রহ। এমন পরিস্থিতিতে সূর্যের শনি নক্ষত্রে প্রবেশের ফলে দুই বিপরীত স্বভাবের শক্তি একসঙ্গে চলে আসবে। যার ফলে এই সময় থেকে কিছু পরিবর্তন দেখা দেওয়া স্বাভাবিক। এই দিন সূর্য বিশাখা নক্ষত্র থেকে বেরিয়ে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। আর ২ ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। মাথায় রাখবেন, এই অনুরাধা নক্ষত্রের অধিপতি ধরা হয় শনিকে।

Advertisement
১৯ নভেম্বর সূর্য প্রবেশ করবে শনি নক্ষত্রে, এই ৩ রাশি মালামাল হবেসর্যের নক্ষত্র পরিবর্তন
হাইলাইটস
  • ১৯ নভেম্বর গ্রহের রাজা সূর্য নক্ষত্র পরিবর্তন করতে চলেছে
  • সূর্য শক্তি, আত্মবিশ্বাস, নেতৃত্বের প্রতিনিধিত্ব করে
  • অপরদিকে শনি অনুশাসন, কর্ম, সংঘর্ষের গ্রহ

জ্যোতিষ শাস্ত্র মতে, ১৯ নভেম্বর গ্রহের রাজা সূর্য নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। আসলে সূর্য শক্তি, আত্মবিশ্বাস, নেতৃত্বের প্রতিনিধিত্ব করে। অপরদিকে শনি অনুশাসন, কর্ম, সংঘর্ষের গ্রহ। এমন পরিস্থিতিতে সূর্যের শনি নক্ষত্রে প্রবেশের ফলে দুই বিপরীত স্বভাবের শক্তি একসঙ্গে চলে আসবে। যার ফলে এই সময় থেকে কিছু পরিবর্তন দেখা দেওয়া স্বাভাবিক। এই দিন সূর্য বিশাখা নক্ষত্র থেকে বেরিয়ে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। আর ২ ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। মাথায় রাখবেন, এই অনুরাধা নক্ষত্রের অধিপতি ধরা হয় শনিকে।

জ্যোতিষ মনে করে, যখন এই দুই শক্তি একই নক্ষত্রে সক্রিয় হয়, তখন জীবনে স্থিরতা আসে। নিশ্চিত পরিণাম পাওয়া যায় এবং অনেক দিনের পরে থাকা কাজ হয়ে যায়। এই সময়ই হার্ড ওয়ার্ক বা কঠোর পরিশ্রমের ফল পাওয়া। পাশাপাশি কিছু মানুষের জীবনে আসে সম্মান। তাই আসুন জেনে নেওয়া যাক, এই সময়টা কোন কোন রাশির জন্য শুভ।

মিথুন

সূর্যের এই পরিবর্তন মিথুন রাশির জন্য দারুণ খবর। এর ফলে কেরিয়ারে নতুন শুরু হতে পারে। যেই কাজটা আটকে ছিল, সেটা দ্রুততার সঙ্গে এগিয়ে যেতে পারে। এমনকী পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এখানেই শেষ নয়, এই সময় এই রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি কোনও বড় ব্যক্তির সঙ্গেও হতে পারে দেখা। এছাড়া পুরনো সব বিবাদ মিটে যেতে পারে। অর্থের দেখাও মিলতে পারে বলে মনে করছে জ্যোতিষ। তাই এটা বলাই যায় যে এই সময়টা মিথুন রাশির ভালই যাবে।

সিংহ

সূর্যের এই গোচর সিংহ রাশির জাতকদের জন্য খুবই সুফলদায়ী হতে পারে। ব্যবসায় লম্বা সময় ধরে যেই চাপটা নিতে হচ্ছিল, সেটা কিছুটা কমে যেতে পরে। পাশাপাশি কর্মক্ষেত্রে পরিচিতি বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, নতুন দায়িত্বও পেতে পারেন। এমনকী হতে পারে অর্থ লাভ। বিনিয়োগেও লাভের মুখ দেখতে পারেন।

Advertisement

যারা পড়াশোনা করছেন, তাদের জন্যও এই সময়টা শুভ। এই সময় চেষ্টার ফল মিলবে। পাশাপাশি পরিবারের মধ্যে প্রতিষ্ঠাও বৃদ্ধি পাবে।

বৃশ্চিক

সূর্যের নক্ষত্র বদলে লাভবান হতে পারেন এই রাশির জাতকেরা। তাদের আর্থিক লাভ হতে পারে। সফলতা নিতে পারে পিছু। এতদিন পর আপনার দূরদর্শিতা কাজে আসবে। নতুন কোনও বড় পরিকল্পনায় কাজ করার জায়গা পাবেন। দম্পত্য এবং সামাজিক জীবনে আসবে সামঞ্জস্য।

POST A COMMENT
Advertisement