আগামী ১৫ এপ্রিল বাংলা নববর্ষ। এদিন শুভ বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষ মতে, ১৪ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্যের এই গোচরে বাংলা নববর্ষ থেকে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন বিশদে...
মেষ রাশি (Aries):
মেষ রাশির জাতকদের সোনালি দিন আসছে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় উন্নতি হবে।
সিংহ রাশি (Leo):
কপাল খুলবে সিংহ রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি হবে। পরিশ্রমের সুফল পাবেন।
ধনু রাশি (Sagittarius):
ধনু রাশির জাতকদের জন্য ভাল সময়। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়বে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, এ বছর শনি রুপোর পা ধারণ করে মীন রাশিতে প্রবেশ করবে। ২০২৭ সাল পর্যন্ত থাকবে এই সংযোগ। যার প্রভাবে বৃশ্চিক, কর্কট ও কুম্ভ রাশির জাতকদের কপাল খুলবে। আগামী ১২ এপ্রিল হনুমানজয়ন্তী। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। হনুমানজয়ন্তী থেকে মেষ ও বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে। জ্যোতিষ মতে, আগামী ১২ এপ্রিল হনুমান জয়ন্তী। ওই দিনই কন্যা রাশিতে গোচর করবেন চন্দ্রদেব। যার ফলে লাভবান হবেন বৃষ, কন্যা ও কর্কট রাশির জাতকরা। জ্যোতিষ মতে, ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে শনি। যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে। ১৮ মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, মকর ও তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১৪ এপ্রিল রাশি বদলাবে সূর্য। মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে মিথুন, কুম্ভ ও কর্কট রাশির জাতকদের।জ্যোতিষ মতে, আগামী ১২ এপ্রিল শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার ফলে কপাল খুলবে কন্যা, মীন ও কর্কট রাশির জাতকদের।