Poila Baisakh Lucky Zodiacs: ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির, পয়লা বৈশাখ থেকেই সুখ-সাফল্য

আগামী ১৫ এপ্রিল বাংলা নববর্ষ। এদিন শুভ বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষ মতে, ১৪ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্যের এই গোচরে বাংলা নববর্ষ থেকে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন বিশদে...

Advertisement
ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির, পয়লা বৈশাখ থেকেই সুখ-সাফল্য ভাগ্য বদলাবে ৩ রাশির।
হাইলাইটস
  • আগামী ১৫ এপ্রিল বাংলা নববর্ষ।
  • এদিন শুভ বলে বিশ্বাস করা হয়।
  • লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা।

আগামী ১৫ এপ্রিল বাংলা নববর্ষ। এদিন শুভ বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষ মতে, ১৪ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্যের এই গোচরে বাংলা নববর্ষ থেকে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন বিশদে...

মেষ রাশি (Aries): 

মেষ রাশির জাতকদের সোনালি দিন আসছে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় উন্নতি হবে। 

সিংহ রাশি (Leo): 

কপাল খুলবে সিংহ রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি হবে। পরিশ্রমের সুফল পাবেন। 

ধনু রাশি (Sagittarius):

ধনু রাশির জাতকদের জন্য ভাল সময়। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়বে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, এ বছর শনি রুপোর পা ধারণ করে মীন রাশিতে প্রবেশ করবে। ২০২৭ সাল পর্যন্ত থাকবে এই সংযোগ। যার প্রভাবে বৃশ্চিক, কর্কট ও কুম্ভ রাশির জাতকদের কপাল খুলবে। আগামী ১২ এপ্রিল হনুমানজয়ন্তী। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। হনুমানজয়ন্তী থেকে মেষ ও বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে। জ্যোতিষ মতে, আগামী ১২ এপ্রিল হনুমান জয়ন্তী। ওই দিনই কন্যা রাশিতে গোচর করবেন চন্দ্রদেব। যার ফলে লাভবান হবেন বৃষ, কন্যা ও কর্কট রাশির জাতকরা। জ্যোতিষ মতে, ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে শনি। যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে। ১৮ মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, মকর ও তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১৪ এপ্রিল রাশি বদলাবে সূর্য। মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে মিথুন, কুম্ভ ও কর্কট রাশির জাতকদের।জ্যোতিষ মতে, আগামী ১২ এপ্রিল শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার ফলে কপাল খুলবে কন্যা, মীন ও কর্কট রাশির জাতকদের।
 

Advertisement

POST A COMMENT
Advertisement