Budh Rahu Rashifal: জুটি বাঁধছে রাহু-বুধ, ৩ রাশিকে টাকার সিংহাসনে বসিয়ে যাবে

February Lucky Zodiac: ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ বুধ মীন রাশিতে প্রবেশ করবে। ইতি মধ্যে রাহু সেখানে উপস্থিত রয়েছে। এদিনে মীন রাশিতে রাহু ও বুধের মিলন হবে। কাদের সাফল্যের সময় শুরু হতে চলেছে, জানুন।

Advertisement
জুটি বাঁধছে রাহু-বুধ, ৩ রাশিকে টাকার সিংহাসনে বসিয়ে যাবেজুটি বাঁধছে রাহু-বুধ, ৩ রাশিকে টাকার সিংহাসনে বসিয়ে যাবে
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহরা সময়ে সময়ে গোচর করে এবং শত্রু-মিত্র গ্রহের সঙ্গে যুতি তৈরি করে।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহরা সময়ে সময়ে গোচর করে এবং শত্রু-মিত্র গ্রহের সঙ্গে যুতি তৈরি করে। জেনে রাখুন রাহু গ্রহ এখন মীন রাশিতে ভ্রমণ করছে। এর সঙ্গে ২৭ ফেব্রুয়ারি গ্রহের রাজকুমার বুধ গ্রহ মীন রাশিতে গোচর করবে। যার ফলে মীন রাশিতে রাহু ও বুধের যুতি তৈরি হবেষ এরকম অবস্থায় কিছু রাশির ভাল সময় শুরু হবে। জেনে নিন এই রাশিরা কারা। 

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। এসময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে।বুধকে আমরা বুদ্ধিমত্তার কারক বলেই জানি। রাহুকে ছায়া গ্রহ বলেই জানি।

ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ বুধ মীন রাশিতে প্রবেশ করবে। ইতি মধ্যে রাহু সেখানে উপস্থিত রয়েছে। এদিনে মীন রাশিতে রাহু ও বুধের মিলন হবে। কাদের সাফল্যের সময় শুরু হতে চলেছে, জানুন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এখন থেকে আপনি ভবিষ্যতের জন্য অর্থ জমাতে পারবেন। ভাই বোনের কাছ থেকে সব কাজে বিশেষ সুযোগ পাবেন। আপনার ব্যবসাতেও খুব লাভ হবে। বন্ধুদের সঙ্গে দূরে ভ্রমণে যেতে পারেন। চাকরিতে বেতন বাড়তে পারে আপনার। এসময় আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভ হবে আপনার। আয়, উন্নতি হওয়ার সময়।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। কেরিয়ারে উন্নতির মুখ দেখবেন। এসময় আপনার মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন ।বাড়ির পরিবেশ মনোরম থাকবে। এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। আপনার ইচ্ছা পূরণ হবে এবং এই রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়তে থাকবে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। আপনি নতুন বাড়ি কিনতে পারেন।

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। তাছাড়া আপনার মনে আনন্দ লেগে থাকবে। অপ্রত্যাশিত লাভ হয় আপনার। কোনও কাজে পিছিয়ে যাবেন না আপনি। পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়া সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের রোমান্টিক সময় কাটবে। প্রেম জীবনের জন্যও একটি খুব ভালো সময়। চাকরিতে বদলি হতে পারে। নতুন গাড়ি, বাড়ি কিনতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। মনের মানুষের সঙ্গে দেখা হবে। কোনও কাজে বিনিয়োগ করার আগে বড়দের পরামর্শ নেবেন। এই সময় নতুন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার ব্যবসাতেও সফলতা আসবে। আপনার অফিসে সকলে কাজের খুব প্রশংসা করবেন। এসময় মাথা ঠান্ডা রেখে চলবেন।

 

POST A COMMENT
Advertisement