Rahu Gochar 2026: রাহুর খেলা শুরু, ১৫ এপ্রিল পর্যন্ত ৩ রাশির গোল্ডেন টাইম চলবে

এই সময় রাহু কুম্ভ রাশিতে স্থির রয়েছে। ইতিমধ্যেই এটি নিজের যুব অবস্থায় প্রবেশ করে গিয়েছে। এই অবস্থায় তিন মাস থাকবে রাহু। নির্দিষ্ট করে বললে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই দশায় থাকবে রাহু। আর এই সময় কিছু রাশির জীবন ভাল সময় আসবে।

Advertisement
রাহুর খেলা শুরু, ১৫ এপ্রিল পর্যন্ত ৩ রাশির গোল্ডেন টাইম চলবে রাহুর গোচর
হাইলাইটস
  • এই সময় রাহু কুম্ভ রাশিতে স্থির রয়েছে
  • ইতিমধ্যেই এটি নিজের যুব অবস্থায় প্রবেশ করে গিয়েছে
  • এই অবস্থায় তিন মাস থাকবে রাহু

বৈদিক জ্যোতিষ অনুযায়ী, রাহু হল ছায়া গ্রহ। এই গ্রহকে শনির ছায়া হিসেবেও দেখা হয়। তবে এত কিছুর পরও রাহুকে খুবই শক্তিশালী বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে, রাহু হল কলিযুগের রাজা। এই কারণে এর প্রভাব হঠাৎ করেই বেড়ে যায়। আর এই প্রসঙ্গে বলে রাখি, রাহু হল এমন এক গ্রহ যা কোনও সীমা ছাড়াই কাজ করে। যখন এই গ্রহ শুভ ফল দেয়, তখন সাধারণ ব্যক্তি উন্নতির শিখরে পৌঁছে যান। এমনকী অনেক সময় রাহু হঠাৎ করে সক্রিয় হয়ে খুবই কম সময়ের মধ্যে ব্যক্তিকে সফল করে তোলে।

প্রসঙ্গত, এই সময় রাহু কুম্ভ রাশিতে স্থির রয়েছে। ইতিমধ্যেই এটি নিজের যুব অবস্থায় প্রবেশ করে গিয়েছে। এই অবস্থায় তিন মাস থাকবে রাহু। নির্দিষ্ট করে বললে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই দশায় থাকবে রাহু। আর এই সময় কিছু রাশির জীবন ভাল সময় আসবে।

যুব অবস্থা কী? 
জ্যোতিষ মতে, কোনও গ্রহ ১২ থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকলে তাকে বলা হয় যুব অবস্থা। এই সময় গ্রহ নিজের সর্বোচ্চ ক্ষমতায় ফল দেয়। ৩০ ডিসেম্বর থেকেই রাহু মোটামুটি ১৮ ডিগ্রি কোণে ছিল। এরপর এই গ্রহ ১২ ডিগ্রির দিকে অগ্রসর হবে। যার ফলে বাড়বে তার প্রভাব। আর এই কারণে কিছু রাশির গোল্ডেন টাইম শুরু। 

মিথুন রাশি
এই সময়টা দারুণ কাটবে মিথুন রাশির। আপনাদের কোনও বিষয় সম্পর্কে চিন্তা করার ক্ষমতা বাড়বে। ঠিক ঠাক সিদ্ধান্ত নিতে পারবেন। শুধু তাই নয়, এই সময় বৃদ্ধি পাবে কমিউনিকেশন স্কিলও। মিডিয়া, মার্কেটিং এবং লেখালিখির সঙ্গে যুক্তরা জীবনে এগিয়ে যাবেন।

কন্যা রাশি
রাহুর যুব দশা কন্যা রাশির জীবনেও সুখের সন্ধান এনে দেবে। তাঁদের জীবনেও শুরু হবে গোল্ডেন টাইম। যাঁরা অনেক দিন ধরে বিদেশ যেতে চান, তাঁদের ইচ্ছে এই সময় পূরণ হবে। পাশাপাশি কোনও আটকে থাকা কাজও এই সময় দ্রুত গতিতে হয়ে যাবে। ২০২৫ সালে যেই অর্থ কষ্ট ছিল, সেটাও দূর হবে। পাশাপাশি জীবনে নিয়ন্ত্রণ পাবেন। ফলে অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যাবে।

Advertisement

কুম্ভ রাশি
রাহুর কৃপা পাবে কুম্ভ রাশির জাতকেরাও। তাদের ১৫ এপ্রিল পর্যন্ত দারুণ সময় কাটবে। এই সময় বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস। যার ফলে কাজে সাফল্য আসবে। সব ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। এছাড়া এই সময় ব্যক্তিত্বে বিরাট বদল আসবে। নতুন কোনও সুযোগ পেতে পারেন। তাই যাঁরা নতুন কিছু শুরু করতে চান, তাঁরা এই সময় কাজে লেগে পড়ুন। সাফল্য ধরা দেবেই। 

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

  

 

POST A COMMENT
Advertisement