বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু হল ছায়া। রাহু ও কেতুর নিজস্ব কোনও রাশি নেই। শনির মতো ফল দেয় রাহু। কেতু ফল দেয় মঙ্গলের মতো। জ্যোতিষ মতে, বুধ কোষ্ঠীতে ভাল জায়গায় থাকলে রাহুর প্রভাব কম থাকে। অন্যদিকে বৃহস্পতি তুঙ্গে থাকলে কেতুর প্রভাব পড়ে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু এবং কেতু যে রাশিতে অবস্থান করে সেই রাশির অধিপতির চরিত্র অনুযায়ী ফল দেয়। তাই রাহু ও কেতুকে অধরা গ্রহও বলা হয়। রাহু এবং কেতু প্রায় দেড় বছর একই রাশিতে অবস্থান করে। তারা বিপরীত দিকে চলে। ২০২৩ সালের ৩০ অক্টোবর রাহু ও কেতু রাশিবদল করতে চলেছে। রাহু মীন রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে প্রবেশ করবে কেতু। তার ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা উপকৃত হতে পারেন। আরও লোকসানও হতে পারে তাঁদের।
রাহু ও কেতুর গমনে উপকৃত হবেন তিন রাশির জাতক-জাতিকারা। তাঁরা হলেন বৃষ, তুলা ও মকর। বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করবেন এই তিন রাশির জাতক-জাতিকারা।
বৃষ রাশি- রাহুর গমন এই রাশির শুভ অবস্থানে থাকবে। রাহু একাদশ ঘরে অবস্থান করায় শুভ ফল মিলবে। সঙ্গীদের সহযোগিতা পাবেন। এই সময়ের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠার লাভ করবেন। বিনিয়োগ ভালো রিটার্ন পেতে পারেন। বাড়বে আয়। পরিবারের সমর্থন পাবেন।
তুলা রাশি- এই রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করবে রাহু। এই অবস্থান অসুস্থতা, ঋণ, শত্রু এবং কর্মসংস্থানের সঙ্গে জড়িত। রাহুর দৃষ্টি দশম, দ্বাদশ ও দ্বিতীয় ঘরে থাকবে। রাহুর গমন এই রাশির জন্য উপকারী হবে। নতুন চাকরির সুযোগ আসবে। বর্তমান কর্মস্থলে উন্নতি লাভ করবেন। ব্যবসায় সৌভাগ্য আসবে। বাইরে ভ্রমণের সুযোগ তৈরি হবে।
মকর- রাহু এই রাশির তৃতীয় ঘরে প্রবেশ করবে। এই স্থানটি ভাই-বোনের সম্পর্ক, বীরত্ব এবং সাহসিকতার সঙ্গে জড়িত। রাহু এই স্থান থেকে সপ্তম,নবম এবং একাদশ ঘরে দৃষ্টি দেবে। এ কারণে এই সময়ে ভাগ্য সঙ্গ পাবেন। মিডিয়া, লেখালেখির কাজে যুক্ত ব্যক্তিরা উপকৃত হবেন। সঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর যথেষ্ট সুযোগ পাবেন। কেরিয়ারে সাফল্যের যোগ।
এ বছরে রাহুর শ্যেন দৃষ্টি থাকবে দুই রাশির উপরে। তাদের বছরটা সাবধানে থাকতে হবে।
মেষ রাশি- ২০২৩ সালের শুরুতে রাহু আপনার রাশির প্রথম ঘরে প্রবেশ করবে। ৩০ অক্টোবর রাহু প্রবেশ করবে আপনার দ্বাদশ ঘরে। ২০২৩ সালে রাহুর এই গমনে মেষ রাশির জাতক-জাতিকাদের মনে বিভ্রান্তি তৈরি করবে। রাহুর প্রভাবের কারণে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে। যা আপনার জীবনে গভীর প্রভাব ফেলবে। মেষ রাশির জাতক-জাতিকাদের ওপর অর্থনৈতিক সমস্যা আসতে পারে। আপনি অর্থ হারাতে পারেন। ২০২৩ সালে বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে রাহুর সঙ্গে গুরু-চণ্ডাল দোষের মতো অশুভ যোগ তৈরি হওয়ার কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের অসুবিধা বাড়তে পারে।
মীন- মীন রাশির জাতকদের জন্য ২০২৩ সালে রাহু মিশ্র প্রভাব ফেলবে। বছরের শুরুতে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করবে। তার পর ৩০ অক্টোবর রাহু দ্বিতীয় ঘর ছেড়ে প্রথম ঘরে প্রবেশ করবে। ২০২৩ সালে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেবে। অর্থসংকট তৈরি হবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অযথা তাড়াহুড়ো করবেন না।
আরও পড়ুন- দেবগুরুর অবস্থান বদলে ৩ রাশির উপর সদয় লক্ষ্মী, অর্থলাভ-সাফল্য