Rahu Lucky Zodiacs 2023: দেড় বছর পর রাহুকাল ৪ রাশির, কেরিয়ার-আয়ে ভাগ্য ফিরছে ২০২৩ সালে

২০২৩ সালে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে রাহু। বর্তমানে মেষ রাশিতে রয়েছে এই গ্রহ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে,প্রতিটি গ্রহের গমন রাশির উপর প্রভাব ফেলে। সেটা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য রাহুর এই গমন উপকারী হতে চলেছে- 

Advertisement
দেড় বছর পর রাহুকাল ৪ রাশির, কেরিয়ার-আয়ে ভাগ্য ফিরছে ২০২৩ সালে  রাহু গোচর ২০২৩।
হাইলাইটস
  • ২০২৩ সালে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে রাহু।
  • বর্তমানে মেষ রাশিতে রয়েছে এই গ্রহ।

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের নিজস্ব গুরুত্ব রয়েছে। যে কোনও গ্রহের স্থানান্তর প্রভাবিত করে সমস্ত রাশিকে। তেমনই রাহুর রাশি বদল বিভিন্ন রাশির উপরে প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু ও কেতুকে ছায়া ও অধরা গ্রহ বলা হয়। যারা সবসময় পিছনের দিকে চলে। দেড় বছর পর রাশি পরিবর্তন করছে রাহু। ২০২৩ সালে ঘটতে চলেছে এই রাশিবদল। 

২০২৩ সালে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে রাহু। বর্তমানে মেষ রাশিতে রয়েছে এই গ্রহ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে,প্রতিটি গ্রহের গমন রাশির উপর প্রভাব ফেলে। সেটা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য রাহুর এই গমন উপকারী হতে চলেছে- 

মেষ রাশি- মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে রাহু। ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের সময় ভালো কাটবে। তাঁরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভের পাশাপাশি পারিবারিক সুখও পাবেন। ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য সময় অনুকূল। স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা পাবেন। মজবুত হবে অর্থনৈতিক অবস্থা। সামগ্রিকভাবে ২০২৩ সাল মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে।

মিথুনরাশি- মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অর্থনৈতিক দিক থেকে খুবই শুভ হতে চলেছে। আপনার সম্মান বৃদ্ধি পাবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে ২০২৩ সাল আপনার কাজের ক্ষেত্রে অগ্রগতি নিয়ে আসবে। উন্নতি হবে আপনার আর্থিক অবস্থার।

কর্কট রাশি- কর্কট রাশিতে রাহুর গোচরের কারণে কর্মজীবনে দায়িত্ব বাড়বে। কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আয়ের নতুন পথ খুলে যাবে। কর্মক্ষেত্রে আসবে সাফল্য। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। বাইরে বেড়াতে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময়ে আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে।

মীন রাশি- ২০২৩ সালের অক্টোবরে রাহুর গমন মীন রাশির মানুষের আত্মবিশ্বাস বাড়াবে। এই সময়ে আপনার হাতে টাকাপয়সা আসবে। যেখানেই হাত দেবেন, সেখানেই সাফল্য পাবেন। বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সহায়তা লাভ করবেন। উন্নতির সম্ভাবনাও রয়েছে। শিক্ষার্থীদের জন্যও এই সময়টি ভাল হতে চলেছে। 

Advertisement

আরও পড়ুন- বাধা কাটাবেন শনি, অর্থ দেবেন বৃহস্পতি, ২০২৩ সালে মালামাল এই ৪ রাশি

 

POST A COMMENT
Advertisement