Rahu-Ketu Gochar: রাহু-কেতুর অবস্থানে বিরাট বদল, ১ বছর পর্যন্ত সতর্ক থাকতে হবে ৫ রাশিকে

Rahu-Ketu Gochar: রবিবার সন্ধ্যেতে রাহু-কেতু গোচর করবে। এই গোচরকে বছরের সবচেয়ে বড় গোচর বলে মানা হয়ে থাকে। জ্যোতিষে রাহু-কেতুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। আজ রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে।

Advertisement
রাহু-কেতুর অবস্থানে বিরাট বদল, ১ বছর পর্যন্ত সতর্ক থাকতে হবে ৫ রাশিকেরাহু-কেতুর গোচর
হাইলাইটস
  • রবিবার সন্ধ্যেতে রাহু-কেতু গোচর করবে।

রবিবার সন্ধ্যেতে রাহু-কেতু গোচর করবে। এই গোচরকে বছরের সবচেয়ে বড় গোচর বলে মানা হয়ে থাকে। জ্যোতিষে রাহু-কেতুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। আজ রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। বিশেষ বিষয় হল এই যে রাহু-কেতুর এই গোচরের ফলে সমসপ্তক যোগের সৃষ্টি হবে। যেটার জন্য কিছু রাশিকে সাবধানে থাকতে হবে। আসুন জেনে নিই কারা সতর্ক থাকবেন। 

বৃষ রাশি
রাহু ও কেতুর গোচরে বৃষভ রাশির জাতকদের জন্য কিছু চ্যালেঞ্জ সামনে আসবে। মানসিক অশান্তি ও পারিবারিক অশান্তির সম্মুখীন হতে পারেন। আত্মবিশ্বাস কমতে পারে। দাম্পত্য জীবনে তিক্ততা আসবে। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হবে। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য আগামী বেশ কিছু সময় চ্যালেঞ্জের সামনে পড়তে পারেন। পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে। অশান্তির সৃষ্টি হবে। ব্যবসায় কঠিনতার সম্মুখীন হবেন। আর্থিক লোকসানের মুখোমুখি হবেন। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য আগামী সময় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকুন। কোনও স্বাস্থ্য সমস্যা সামনে আসতে পারে। আর্থিক লোকসান হতে পারে। 

কন্যা রাশি
রাহু-কেতুর গোচর কন্যা রাশির জাতকদের জন্য আর্থিক পরিস্থিতিকে খারাপ করবে। যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে খুবই ভেবেচিন্তে তা করুন। আপনাকে অযথা দৌড়ঝাঁপ করতে হতে পারে। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের খুব বেশি সংঘর্ষের সামনে পড়তে হবে। স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বিগড়াতে পারে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

POST A COMMENT
Advertisement