Rahu Ketu Transit 2026: ছাব্বিশে স্থান বদলাবে রাহু ও কেতু, ৩ রাশির জীবনে আসছে বিরাট বদল

রাহু ও কেতুর প্রভাব যে সব সময় অশুভ হয় তা নয়। অনেক সময় রাহু কেতুর প্রভাবে একাধিক রাশির জাতকদের জীবন সুখ সমৃদ্ধি, অর্থ ও যশে ভরে ওঠে। ২০২৬ সালেও এই দুই গ্রহের প্রভাব লাভবান হতে চলেছে একাধিক রাশি। কারা রয়েছে তালিকায়?

Advertisement
ছাব্বিশে স্থান বদলাবে রাহু ও কেতু, ৩ রাশির জীবনে আসছে বিরাট বদলপ্রতীকী ছবি
হাইলাইটস
  • রাহু কেতুর প্রভাবে একাধিক রাশির জাতকদের জীবনে বদল
  • লাভবান হতে চলেছে একাধিক রাশি
  • কারা রয়েছে সেই তালিকায়?

রাহু এবং কেতুর প্রভাব নিয়ে আতঙ্কে থাকেন সকলেই। বৈদিক জ্যোতিষে এই দুই গ্রহের ক্ষতিকর প্রভাবের কথা বলা রয়েছে। এই দুই গ্রহকে ছায়া গ্রহও বলা হয়। তারা সর্বদাই বক্রী চালে চলেন। তবে রাহু ও কেতুর প্রভাব যে সব সময় অশুভ হয় তা নয়। অনেক সময় রাহু কেতুর প্রভাবে একাধিক রাশির জাতকদের জীবন সুখ সমৃদ্ধি, অর্থ ও যশে ভরে ওঠে। ২০২৬ সালেও এই দুই গ্রহের প্রভাব লাভবান হতে চলেছে একাধিক রাশি। কারা রয়েছে এই তালিকায়? 

২০২৬ সাল স্থান পরিবর্তন করবে জোড়া গ্রহ রাহু এবং কেতু। তাদের রাশি পরিবর্তনের ফলে রাশিচক্রের ১২ রাশির জাতকদের জীবনেই কমবেশি পড়বে। জানা গিয়েছে, আগামী বছরের একদম শেষ দিকে, ৫ ডিসেম্বর মকর রাশিতে রাহু এবং কর্কট রাশিতে কেতু গোচর করবে। ১৮ মাস ধরে চলবে তাদের প্রভাব, কারণ ততদিনই স্থায়ী হবে এই গোচর। 

কোন কোন রাশির উপর রাহু-কেতুর প্রভাব?
তুলা: রাহু ও কেতুর জোড়া গোচরের প্রভাবে ২০২৬ সালে বড় পরিবর্তন আসবে তুলা রাশির জাতকদের জীবনে। তুলা রাশির চতুর্থ ঘরে রাহু ও দশম ঘরে কেতু গোচর করবে। এই সময়ে নতুন সম্পত্তি লাভের আশা রয়েছে এদের। কেরিয়ারে চোখে পড়ার মতো উন্নতি হবে এবং ব্যবসায় সাফল্য লাভ হবে। যে কাজেই এরা হাত দেবে, মালামাল হবে। 

ধনু: ৫ ডিসেম্বর ২০২৬ থেকে জীবনে বড় বদল আসতে চলেছে ধনু রাশির জাতকদের। ধনু রাশির দ্বিতীয় ধরে রাহু ও অষ্টম ঘরে কেতু গোচর করবে। এর ফলে আচমকা আর্থিক লাভ হতে পারে এই রাশির জাতকদের। শারীরিক অসুস্থতা থেকেও মিলবে মুক্তি। রাহু ও কেতু স্থান পরিবর্তন করার ফলে এরা উন্নতির শিখরে পৌঁছবে। 

বৃষ: রাহু ও কেতু রাশির জোড়া গোচরের ফলে আগামী বছর সাফল্যের শিখরে উঠবে বৃষ রাশির জাতকরা। এই  রাশির নবম ঘরে রাহু এবং তৃতীয় ঘরে কেতু অবস্থান করবে। নতুন সম্পত্তি কেনার যোগ আছে। পেশাগত জীবনে বড় সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা।

Advertisement

 

POST A COMMENT
Advertisement