Rahu Blessed Zodiac: রাহুর অবস্থানে বিরাট বড় পরিবর্তন, পাঁচদিন পর ৪ রাশির আর্থিক ভাগ্য তুঙ্গে

পাপী গ্রহ রাহু তার অবস্থান বদলাতে চলেছে। ২৫ জানুয়ারি রাহু তার নিজের শতভিষা নক্ষত্রের তৃতীয় পদে গোচর করতে চলেছে। যেখানে রাহু ২৯ মার্চ পর্যন্ত থাকবে। রাহুর এই পদ নক্ষত্র পরিবর্তন চার রাশির জন্য খুবই শুভ বলে মনে করা হবে।

Advertisement
রাহুর অবস্থানে বিরাট বড় পরিবর্তন, পাঁচদিন পর ৪ রাশির আর্থিক ভাগ্য তুঙ্গে  রাহুর নক্ষত্র গোচরে লাভবান ৪ রাশি
হাইলাইটস
  • পাপী গ্রহ রাহু তার অবস্থান বদলাতে চলেছে।

পাপী গ্রহ রাহু তার অবস্থান বদলাতে চলেছে। ২৫ জানুয়ারি রাহু তার নিজের শতভিষা নক্ষত্রের তৃতীয় পদে গোচর করতে চলেছে। যেখানে রাহু ২৯ মার্চ পর্যন্ত থাকবে। রাহুর এই পদ নক্ষত্র পরিবর্তন চার রাশির জন্য খুবই শুভ বলে মনে করা হবে। জ্যোতিষবিদদের মতে, রাহুর অবস্থান বদলে ৪ রাশির জাতকদের ভাগ্য বদলে যাবে। যারা এতদিন ধরে সমস্যার সম্মুখিন হয়েছিলেন, তাদের ভাল সময় শুরু হয়ে যাবে। আসুন জেনে নিন, রাহুর শতভিষা নক্ষত্রে গোচর কোন রাশিদের জন্য শুভ হতে চলেছে।  

বৃষ রাশি
শতভিষা নক্ষত্রে রাহুর গোচর বৃষ রাশির জাতকদের জন্য লাভদায়ক হতে চলেছে। চাকরি সংক্রান্ত কোনও ভাল সুযোগ আপনি পেতে পারেন। ভাল চাকরির প্রস্তাব পেতে পারেন। ভবিষ্যতের পরিকল্পনাগুলিতে নজর দেওয়ার সময় পাবেন। আমদানি ভাল হবে। যদিও খরচের ওপর সংযম থাকা জরুরি। কোনও পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ করে লাভ হবে। 

কন্যা রাশি
কন্যা রাশির জন্য রাহুর এই নক্ষত্র গোচর ইচিবাচক প্রমাণিত হবে। চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হতে পারে। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ এগিয়ে যাবে আর সফলতা মিলবে। কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে বড় ও ভাল বদল দেখতে পাওয়া যাবে। এই সময় বিনিয়োগের জন্য আপনি যে যোজনা তৈরি করছেন, সেটা নিশ্চিতভাবে লাভদায়ক প্রমাণিত হবে। 

তুলা রাশি
রাহু তুলা রাশির ভাগ্য মজবুত করবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। সামাজিক মান-সম্মান, প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন। ঋণ থেকে মুক্তি পাবেন। বাবার সমর্থনে কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হবে। প্রেম সম্পর্কে ভাল হবে এবং পুরনো মতভেদ দূর হবে। রোগ-অসুস্থতা থেকে স্বস্তি মিলবে। 

মীন রাশি
মীন রাশির জন্য রাহুর গোচর গুরুত্বপূর্ণ বদল নিয়ে আসবে। ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের ডাবল মুনাফা হতে চলেছে। চাকুরিজীবিদের উন্নতি সম্ভব হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ পূরণ হবে ও আর্থিক লাভের যোগ তৈরি হবে। নতুন সুযোগের সঠিক ব্যবহার করলে সফলতা পাবেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement