Rahu Bad Effect And Remedies: মাথায় ঢুকে ধ্বংসের দিকে নিয়ে যায় রাহু, যা যা লক্ষণ দেখে বুঝবেন, রইল বাঁচার ১০ টিপস

চলতি বছর রাহু ১০ মাস মেষ রাশিতে থাকবে। তার পর গমন করবে মীন রাশিতে। এর  ফলে রাহুর রোষে পড়তে চলেছেন ৬ রাশির জাতক-জাতিকারা। 

Advertisement
ধ্বংসের দিকে নিয়ে যায় রাহু, যা যা লক্ষণ দেখে বুঝবেন, রইল বাঁচার ১০ টিপস    Rahu Gochar Rashifal 2023 রাহু গোচর রাশিফল ২০২৩।
হাইলাইটস
  • অক্টোবর পর্যন্ত রাহুর রোষে ৬ রাশি।
  • রাহু থেকে বাঁচার উপায় কী কী?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু হল অষ্টম গ্রহ। শরীর নেই শুধু মাথা। আর এ কারণেই তা মানুষের মাথায় বসে চিন্তাভাবনাকে প্রভাবিত করে। জীবনে আসে উত্থান-পতন। এই বছর রাহু ১০ মাস মেষ রাশিতে থাকবে। তার পর গমন করবে মীন রাশিতে। এর  ফলে রাহুর রোষে পড়তে চলেছেন ৬ রাশির জাতক-জাতিকারা। 

রাহুর প্রতিকূল লক্ষণ যেভাবে বুঝবেন

- জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির গলা উপরে মাথায় কোনও ব্যাধি বা সমস্যা থাকলে এটা রাহুর প্রভাবের লক্ষণ। 
- রাহুর রোষে পড়লে কোনও কাজে মন লাগে না। মন হারিয়ে যায়। 
- অজানা ভয়ে মন থাকে অস্থির।
- নেতিবাচক চিন্তা বারবার বিরক্ত করে। 
- সবসময় মাথা ঘোরার অনুভূতি হয়। 
- দুর্ঘটনার ভয়ে থাকে। মনে হয়, কেউ কালো যাদু করেছে বোধহয়। 
- বাড়িতে ঘন ঘন বেড়াল আসা বা বাড়ির সামনে বেড়াল বসে থাকাও রাহুর প্রভাবের লক্ষণ।

রাহুর প্রভাবে কী হয়? 

-পরিচ্ছন্নতার প্রতি অমনোযোগী করে তোলে ব্যক্তিকে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকেন না। নোংরা জামাকাপড় পরতে শুরু করেন। নিজের প্রতি যত্ন নেন না। 
-যে কোনও উপায়ে অর্থ উপার্জনের ইচ্ছা এবং প্রতারণা করাও রাহুর স্বভাব।
-রাহুর প্রভাবে মানুষের ঠিকমতো ঘুম হয় না। 
- দুঃস্বপ্ন এবং কু-চিন্তা আসে মাথায়। 

রাহুর প্রভাব থেকে বাঁচতে পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকুন। ঘরের আশেপাশে পরিষ্কার রাখুন। ঘর নোংরা করে রাখবেন না। স্বাস্থ্যের যত্ন নিন। নইলে রাহু ধ্বংস করে দেবে। 

রাহুর রোষে কী হতে পারে?

রাহু এমন একটি অশুভ গ্রহ যা আপনাকে বারবার বিপদে ফেলে। অনেক সময় আপনি এমন পরিস্থিতিতে পড়তে পারেন যখন জেনেবুঝে ঝুঁকি নিয়ে ফেলেন। আপনি চোট-আঘাত এবং দুর্ঘটনার মুখে পড়েন। রাহু এবং কেতু পরস্পরের মিত্র। তাই রাহু প্রতিকূল হলে হাসপাতাল যাত্রা ও রক্তপাত হতে পারে। তাই রাহুর রোষে পড়লে ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকা উচিত। ভাঙা কাঁচ এবং ধারালো জিনিস সাবধানে থাকতে হবে।

Advertisement

রাহুর প্রভাব ৬ রাশির উপরে 

মেষ রাশিতে রাহুর গমনের কারণে এখন সমস্যায় রয়েছেন ৬ রাশির জাতক-জাতিকারা। তারা হল- বৃষ, কর্কট, কন্যা, ধনু, মকর ও মীন রাশি। তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। স্বাস্থ্য এবং আর্থিক বিষয়ে সমস্যার পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রেও বাধাবিঘ্ন আসবে। তবে অক্টোবরের পর পরিস্থিতি পাল্টে যাবে। রাহু যখন অক্টোবরে মীন রাশিতে প্রবেশ করবে তখন মেষ, মিথুন, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে ঝামেলা ও বাধাবিঘ্ন শুরু হবে।  

রাহুর দৃষ্টি থেকে বাঁচার উপায়

-রাহুকে শান্ত করার জন্য আপনি গোমেদ ধারণ করতে পারেন। 
-নিয়মিত রাহুর মন্ত্র- 'ওঁ রা রাহভে নমঃ' ১০৮ বার জপ করতে হবে।
-বাড়িতে শুধুমাত্র চন্দন কাঠের ধূপকাঠি ব্যবহার করা উচিত। 
-চন্দন সাবান, চন্দনের সুগন্ধি ব্যবহার করুন। 
-নিজেকে পরিচ্ছন্ন রাখুন। 
-সোমবার বা শনিবার শিবলিঙ্গে জলাভিষেক করুন। 
-গরিবকে অর্থ বা খাদ্য দান করুন।
-রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখবেন না। 
-ঘরের জানালা-দরজায় কাঁচ ভেঙে গেলে বদলে ফেলুন।
-পণ, লটারি বা প্রতারণার মাধ্যমে অর্থ আয় থেকে দূরে থাকুন। 

আরও পড়ুন- দোল থেকে ৬ রাশির ভাগ্য বদল, অর্থলাভ-কাজে উন্নতি, দূর হবে বাধা

POST A COMMENT
Advertisement