scorecardresearch
 

Rahu-Shani-Surya Yog: রাহুর উপর শনির কৃপায় লাভবান ৪ রাশি, সূর্যের অশুভ ফলে ৪ রাশির দুর্ভাগ্য

Zodiac Signs: শনিদেব ন্যায়ের দেবতা। কর্মফল অনুসারে ফল দেন। তাঁর কৃপায় অনেকে লাভবান হয়। আবার তেমন তাঁর কুদৃষ্টিতে লোকসান হয় অনেকের। রাহু বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে। মেষ রাশির অধিপতি মঙ্গল। এর পাশাপাশি মকর রাশিতে শনিদেব রয়েছেন। তিনি উল্টো পথে চলছেন। মকর রাশিতে থাকার সময় মেষ রাশিতে শনির চতুর্থ কেন্দ্রীয় প্রভাব পড়ছে। এই যোগে রাহুর উপর প্রভাব পড়েছে শনিদেবের। এর ফলে রাহু শক্তিশালী হয়েছে। তার কারণ শনি ও রাহু পরস্পরের বন্ধু। 

Advertisement
রাহু ও শনির যুতি। রাহু ও শনির যুতি।
হাইলাইটস
  • মকর রাশিতে থাকার সময় মেষ রাশিতে শনির চতুর্থ কেন্দ্রীয় প্রভাব পড়ছে। এই যোগে রাহুর উপর প্রভাব পড়েছে শনিদেবের।
  • সূর্য যখন কন্যা রাশিতে গমন করবে, তখন মেষ রাশিতে রাহু ষড়ষ্টক যোগ গঠন করবে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই কোনও গ্রহ রাশি পরিবর্তন করলে তার প্রভাব পড়বে অন্য রাশির উপরে। সেই সঙ্গে অন্য কোনও গ্রহের সঙ্গে যোগ তৈরি হলেও লাভবান হয় একাধিক রাশি। শনিদেব ন্যায়ের দেবতা। কর্মফল অনুসারে ফল দেন। তাঁর কৃপায় অনেকে লাভবান হয়। আবার তেমন তাঁর কুদৃষ্টিতে লোকসান হয় অনেকের। রাহু বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে। মেষ রাশির অধিপতি মঙ্গল। এর পাশাপাশি মকর রাশিতে শনিদেব রয়েছেন। তিনি উল্টো পথে চলছেন। মকর রাশিতে থাকার সময় মেষ রাশিতে শনির চতুর্থ কেন্দ্রীয় প্রভাব পড়ছে। এই যোগে রাহুর উপর প্রভাব পড়েছে শনিদেবের। এর ফলে রাহু শক্তিশালী হয়েছে। তার কারণ শনি ও রাহু পরস্পরের বন্ধু। 

যদিও শনি গ্রহের কারণে রাহুর শক্তিশালী হওয়া সমস্ত রাশিকে প্রভাবিত করবে। তবে ৪টি রাশি রয়েছে যাঁরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। মেষ, কর্কট, তুলা ও মকর রাশির জাতক-জাতিকারা শনি ও রাহুর সান্নিধ্যে লাভবান হবেন। এই রাশিগুলির অগ্রগতির পথ খুলে যাবে। এর পাশাপাশি আর্থিক লাভও হবে।

মেষ রাশি- মেষ রাশির জাতক-জাতিকাদের সমাজে সম্মান বাড়বে। এ ছাড়া ভাগ্যের সমর্থনও পাবেন। আটকে থাকা কাজ হয়ে যাবে। কর্মজীবনে পদোন্নতিও পেতে পারেন। অর্থলাভের সম্ভাবনা আছে।

কর্কট রাশি- কর্কট রাশির জাতক-জাতিকারা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। এ ছাড়া পদোন্নতিরও যোগ রয়েছে। পার্থিব বস্তুর সুখভোগ করবেন। অফিসে আপনার কাজ প্রশংসিত হবে। অর্থ উপার্জন করতে পারেন।

তুলা রাশি- তুলা রাশির জাতক-জাতিকাদের বীরত্ব ও সাহস বৃদ্ধি পাবে। তবে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা থাকতে পারে। অর্থ লাভ হতে পারে। কর্মজীবনে পদোন্নতি পেতে পারেন। আয় বাড়তে পারে।

মকর রাশি- মকর রাশির জাতক-জাতিকারা এই সময়ে সম্পত্তি থেকে আয় করতে পারেন। একটি নতুন গাড়িও কিনতে পারেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। পিতামাতার সঙ্গে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে।

Advertisement

এদিকে, জ্যোতিষ শাস্ত্র অনুসারে,১৭ সেপ্টেম্বর সূর্যদেব কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন। এরপর ১৭ অক্টোবর পর্যন্ত সূর্য এই রাশিতে অবস্থান করবে। সূর্য যখন কন্যা রাশিতে গমন করবে, তখন মেষ রাশিতে রাহু ষড়ষ্টক যোগ গঠন করবে। সূর্য-রাহুর এই যোগ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই যোগ গঠনের কারণে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তবে কয়েকটি রাশি লাভবান হবে। 

বৃষ রাশি- ষড়াষ্টক যোগ এই রাশির জাতক-জাতিকাদের জন্য কষ্টকর হতে পারে। যে কোনও সিদ্ধান্ত নিয়ে ঝামেলায় পড়তে পারেন। মানসিক চাপ বাড়তে পারে। সতর্ক থাকতে হবে।

মিথুন- এই অশুভ যোগের প্রভাবে স্বাস্থ্যের অবনতি হতে পারে। কিছু মানসিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে। বন্ধু ও আত্মীয়দের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে। এইআপনাকে খুব সতর্ক থাকতে হবে। না হলে ঝামেলায় পড়তে পারেন।

সিংহ রাশি- ষড়ষ্টক যোগের অশুভ প্রভাব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। মুখে লাগাম না থাকার কারণে বিবাদ হতে পারে। কর্মজীবনে ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা খারাপ হতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে সতর্ক থাকতে হবে।

কুম্ভ- ষড়ষ্টক যোগের অশুভ প্রভাবে অপ্রয়োজনীয় খরচ বাড়বে। যার কারণে মানসিক চাপ বাড়তে পারে। এই সময়ে বিবাহিত জীবনে ঝামেলা বাড়তে পারে। এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে। ব্যবসায় আর্থিক পরিস্থিতি প্রভাবিত হতে পারে।

আরও পড়ুন- আঙুলের গঠন বলে দেয় মানুষটা কেমন, ভবিষ্যৎ কী? মিলিয়ে নিন তো

Advertisement