Raksha Bandhan Gifts: মোবাইল-গয়না-শাড়ি, রাখিতে কোন রাশির বোনকে কী উপহার দেবেন ভাইয়েরা?

শনিবার পালিত হবে রাখি বন্ধন উৎসব। শুভ মুহূর্তে ভাইয়ের হাতে রাখি বেঁধে দেবে বোনেরা। বদলে তাঁরা পাবেন দারুণ দারুণ উপহার। কিন্তু কোন রাশির বোনকে কী উপহার দিলে তা পারফেক্ট হবে তা জানতে ভাই-দাদাদের অবশ্যই পড়তে হবে এই প্রতিবেদন।

Advertisement
মোবাইল-গয়না-শাড়ি, রাখিতে কোন রাশির বোনকে কী উপহার দেবেন ভাইয়েরা?
হাইলাইটস
  • রাখিতে চলে গিফটের আদান-প্রদান
  • শাড়ি, গয়না নাকি মোবাইল ফোন?
  • কোন রাশির বোনকে কী উপহার দেওয়া উচিত?

ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গলকামনায় রাখি পরিয়ে দেন বোনেরা। ভাইয়েরাও সারাজীবন বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। ভাই-বোনের এই পবিত্র উৎসবের দিন চলে উপহারের আদান-প্রদানও। রাখি পরানোর আগে তাই জেনে রাখা ভাল, কোন রাশির জাতককে কী উপহার দেওয়া উচিত। 

মীন রাশি: ভাই বা দাদা মীন রাশির জাতক হলে পিতলের জিনিস উপহারে দেওয়া যেতে পারে। এছাড়াও হলুদ রঙের যে কোনও বস্তু দিতে পারেন। আবার মীন রাশির বোনকে উপহারের বদলে ঘোরাতে নিয়ে যেতে পারেন দাদারা। 

কুম্ভ রাশি: কুম্ভ রাশির অধিপতি শনি। তাই এই রাশির বোনেদের কালো রঙের বস্তু উপহার দিতে পারেন দাদারা। বোনেরা আবার এই রাশির জাতক দাদাদের রান্নাঘরে ব্যবহৃত হয় এমন কোনও বস্তু উপহার হিসেবে দিতে পারেন। 

মকর রাশি: মকর রাশির বোনকে মোবাইল বা কোনও গ্যাজেট উপহার দিন। ভাই বা দাদাদের কোনও ধাতুর জিনিস দিতে পারেন বোনেরা। 

ধনু রাশি: ধনু রাশির অধিপতি বৃহস্পতি। ধনু রাশির বোনকে হলুদ বা জাফরানি রঙের পোশাক উপহার দিতে পারেন দাদারা। হলুদ রঙের শোপিস ধনু রাশির দাদাকে দিন বোনেরা। 

বৃশ্চিক রাশি: বোনের রাশি বৃশ্চিক হলে বোনকে লাল রঙের ওড়না উপহারে দিন দাদা-ভাইয়েরা। আবার তামার কোনও জিনিসও উপহার দিতে পারেন। তবে রাখির দিন বোনকে বোঁদের লাড্ডু অবশ্যই খাওয়ান।

তুলা রাশি: জ্যোতিষ মতে তুলা রাশির জাতকদের ওপর শুক্র গ্রহের প্রভাব থাকে। এই রাশির বোনেদের রুপোর গয়না বা রেশমের শাড়ি দেওয়া শুভ।

কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের উপর বুধের প্রভাব থাকে। এই রাশির বোনকে পান্নার আংটি দিতে পারেন। কোনও ভালো বই বা গণেশের মূর্তিও দিতে পারেন। বোনকে তাঁর পছন্দের সবুজ রঙের পোশাকও দেওয়া যেতে পারে।

সিংহ রাশি: সূর্য সিংহ রাশির অধিপতি হওয়ায় এই রাশির বোনকে হলুদ বা জাফরানি রঙের জিনিস উপহারে দিতে পারেন। পাশাপাশি রাখির দিনে বোনকে কমলা রঙের বা জাফরান দেওয়া মিষ্টি খাওয়ান। এর ফলে পারস্পরিক বন্ধন আরও মজবুত হবে।

Advertisement

কর্কট রাশি: কর্কট রাশির বোনের জন্য রাখির দিনে সাদা মিষ্টি আনতে ভুলবেন না। উপহার হিসেবে রুপো, মুক্তো বা অন্য কোনও সাদা বস্তু নিয়ে যান।

মিথুন রাশি: বুধ মিথুন রাশির অধিপতি।  বোন মিথুন রাশির জাতক হলে তাঁকে সবুজ রঙের কোনও জিনিস বা সবুজ রঙের পোশাক উপহারে দিতে পারেন।

বৃষ রাশি: বৃষ রাশির উপর শুক্রের প্রভাব থাকে। বোনের রাশি বৃষ হলে সাদা রঙের কোনও বস্তু উপহার দেবেন। সম্ভব হলে রুপোর গয়না দিতে পারেন। আপনার বোনকে রেশমের পোশাক ও মার্বেলের শোপিসও উপহার দিতে পারেন।

মেষ রাশি: মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। বোন মেষ রাশির জাতক হলে তাঁকে পলার তৈরি গয়না উপহার দিন। এ ছাড়াও লাল রঙের কোনও পোশাক তাঁকে দিতে পারেন।

 

POST A COMMENT
Advertisement