November December Lucky Rashi: ২০২৫ বিদায়ের আগেই কিস্তিমাৎ ৪ রাশির, বছর শেষে বড়লোক হবেন এঁরা

November December Lucky Rashi: জ্যোতিষশাস্ত্রে ৯টি গ্রহের কথা বলা আছে। এই গ্রহরা সময়ে সময়ে রাশি পরিবর্তন করে। এই গ্রহদের রাশি পরিবর্তনের প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। ২০২৫ সাল শেষ হতে হাতে মাত্র ২টো মাস সময় রয়েছে।

Advertisement
২০২৫ বিদায়ের আগেই কিস্তিমাৎ ৪ রাশির, বছর শেষে বড়লোক হবেন এঁরা  ২০২৫-এর লাকি রাশি কারা?
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে ৯টি গ্রহের কথা বলা আছে।

জ্যোতিষশাস্ত্রে ৯টি গ্রহের কথা বলা আছে। এই গ্রহরা সময়ে সময়ে রাশি পরিবর্তন করে। এই গ্রহদের রাশি পরিবর্তনের প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। ২০২৫ সাল শেষ হতে হাতে মাত্র ২টো মাস সময় রয়েছে। আর এই সময় কিছু গ্রহের অবস্থান পরিবর্তন হওয়ার কারণে কিছু রাশির জীবনে অপার সুখ আসতে চলেছে। এঁদের জন্য বছর শেষের সময়কাল দারুণ আনন্দ নিয়ে আসবে। আসুন দেখে নিন সেই রাশি কারা। 

মেষ রাশি
এই রাশির জাতকদের এখনও পর্যন্ত সুখের সময়। পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। জীবনে ছোট ছোট খুশির মুহূর্ত আসবে। পুরনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে ও মনোবল বাড়বে। মানসিক শান্তি ও জীবনের ভারসাম্য বজায় থাকবে। প্রতিটা ক্ষেত্রে সফলতা পাবেন। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই সময়কাল অর্থ লাভের বিশেষ সুযোগ দেওয়া হবে। চাকরি, ব্যবসা বা বিনিয়োগে ইতিবাচক পরিবর্তন আসবে। হঠাৎ করে আয়ের নতুন রাস্তা খুলে যাবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। জীবনে সুখের হাওয়া বইবে। এই সময় খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন। লাভের পুরো সুযোগ পাবেন। 

বৃশ্চিক রাশি
বছরের শেষ দুটো মাসেও বৃশ্চিক রাশির জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। কেরিয়ার ও ব্যবসায় নতুন সুযোগ আসবে। পুরনো পরিশ্রমের ফল পাবেন। সমাজে ও বন্ধুদের মধ্যে মান-সম্মান বাড়বে। স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতি আরও ভাল হবে, যাতে জীবনে ভাবসাম্য ও সফলতা উভয়ই পাবেন। 

ধনু রাশি
ধনু রাশির জাতকদের কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে বছরের শেষ দুটো মাসে। নতুন প্রজেক্ট, পড়াশোনা বা কেরিয়ারের সঙ্গে যুক্ত কাজে সফলতা অর্জন করতে পারবেন। সাহস ও আত্মবিশ্বাস বাড়বে, যার ফলে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহজ হবে। পরিবার ও সামাজিক জীবনে সুখ ও সহযোগিতা পাবেন। 
 

POST A COMMENT
Advertisement