
Ruchak Rajyog 2026: নতুন সপ্তাহের শুরুতেই জ্যোতিষশাস্ত্রে এক গুরুত্বপূর্ণ শুভ যোগের সৃষ্টি হতে চলেছে। আগামী সোমবার, ২৬ জানুয়ারি থেকে মকর রাশিতে মঙ্গলের অবস্থানের ফলে গঠিত হবে রুচক রাজযোগ। জ্যোতিষ মতে, এই রাজযোগ অত্যন্ত শুভ এবং এর প্রভাবে কর্মক্ষেত্র, অর্থভাগ্য ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষ উন্নতির সম্ভাবনা থাকে।
জ্যোতিষ গণনা বলছে, ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬। এই এক সপ্তাহে পাঁচটি রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় সাফল্য। কেরিয়ারে উন্নতির পাশাপাশি আর্থিক লাভেরও জোরালো যোগ রয়েছে।
মেষ রাশি
নতুন সপ্তাহে উদ্যম ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন মেষ রাশির জাতকরা। ধৈর্য ধরে কাজ করলে দীর্ঘদিনের সমস্যা সহজেই মিটে যাবে। কোনও মহিলা বন্ধুর সাহায্য কাজে আসতে পারে। আটকে থাকা কাজ শেষ হবে। নতুন কোনও বড় প্রকল্প শুরু করার সুযোগ মিলতে পারে। দাম্পত্য জীবনেও সুখ ও বোঝাপড়া বজায় থাকবে।
মিথুন রাশি
জানুয়ারির শেষ সপ্তাহ মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ। বহুদিনের কোনও স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। সঠিক পথে পরিশ্রম করলে তার ফল মিলবেই। এই সময়ে কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে কাজে আসবে। চাকরি পরিবর্তন বা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
তুলা রাশি
কেরিয়ারে প্রত্যাশার থেকেও বেশি সাফল্য পেতে চলেছেন তুলা রাশির জাতকরা। কাজের প্রয়োজনে দূরপাল্লার সফর হতে পারে। দাম্পত্য জীবনে প্রেম ও আনন্দ থাকবে, তবে সঙ্গীর অনুভূতির দিকে নজর দেওয়া জরুরি। কোথাও ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল।
ধনু রাশি
রুচক রাজযোগের প্রভাবে ধনু রাশির জাতকরা আগামী সপ্তাহ বেশ আনন্দেই কাটাবেন। কর্মসূত্রে যাত্রা ফলপ্রসূ হবে এবং আর্থিক লাভও মিলতে পারে। সন্তানের কোনও সমস্যা সহজেই মিটে যাবে। পারিবারিক ও ব্যক্তিগত জীবনে স্বস্তি থাকবে। স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে।
মীন রাশি
২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে সময়টা মীন রাশির জাতকদের জন্য সুখকর। নিজের কাজে মনোযোগ দিলে সাফল্য নিশ্চিত। অন্যের বিষয়ে অযথা হস্তক্ষেপ না করাই ভালো। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি হলেও তা মিটে যাবে। অফিসে সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।