Samsaptak Yog Rashifal 2025: জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ সময় মত স্থান বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। অনেক সময় তারা নানান রকম যোগ, রাজযোগের সৃষ্টি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকলের ওপর।
১৪ জানুয়ারি সকাল ৮ টা ৪১ মিনিটে মকর রাশিতে প্রবেশ করেছে সূর্য গ্রহ। এক মাসে এখানেই বিরাজ করবে। আর মঙ্গল গ্রহ কর্কট রাশিতে রয়েছে। উভয় গ্রহ একে অপরের সপ্তম ঘরে অবস্থান করছে। যে কারণে তৈরি হয়েছে 'সমসপ্তক রাজযোগ’। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনার জীবনে সফলতা নিশ্চিত। আত্মবিশ্বাস বাড়তে থাকবে। এ সময় প্রেম জীবনেও সফলতা আসবে। আর্থিক দিকে খুব লাভ হবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। এ সময় অযথা কারও সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকেও সফলতা পাবেন। যদি এই সময়ে কোনও নতুন কাজ শুরু করেন তবে আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর এই রাজযোগের শুভ প্রভাব পড়বে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ধর্মীয় কাজে উৎসাহ বাড়বে। চাকরিজীবীদের অত্যন্ত শুভ সময়। প্রত্যেকটি কাজে সাফল্য আসবে। এ সময় নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাছাড়া যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বাড়তে পারে। প্রেম জীবনে সাফল্য আসবে। মাথা ঠান্ডা রেখে সব করবেন। আপনার কোনও মামলা, আদালতে থাকলে সিদ্ধান্ত আপনার পক্ষেই হবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অনুকূলে থাকবে।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। শুধু তাই নয়, নতুন চাকরিতেও শুভ সময় শুরু হবে। এই সময় পারিবারিক জীবনেও খুব সুখী হবেন। তাছাড়া ব্যবসায় যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন। আপনার আয় দ্রুত বাড়তে থাকবে। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। পারিবারিক জীবনেও সুখী হবেন। নতুন চাকরির সুযোগ আসতে পারে। বিবাহিত দম্পতিদের জন্য এই সময়টি খুব বিশেষ হতে চলেছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় পদ পেতে পারেন।