Saraswati Favourite Rashi: দেবী সরস্বতীর কৃপায় বুদ্ধি-জ্ঞানে বাজিমাত করেন এই ৫ রাশি

Saraswati Favourite Rashi: জ্যোতিষ মতে, দেবী সরস্বতীর কৃপা কিছু কিছু রাশির জাতকদের উপর স্বাভাবিক ভাবেই বেশি থাকে। বিদ্যা, বুদ্ধি থেকে শুরু করে শিল্প ও সৃষ্টিশীলতার ক্ষেত্রেও এই রাশির জাতকরা এগিয়ে থাকেন বলে মনে করেন জ্যোতিষীরা।

Advertisement
দেবী সরস্বতীর কৃপায় বুদ্ধি-জ্ঞানে বাজিমাত করেন  এই ৫ রাশি

Saraswati Favourite Rashi: প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। শাস্ত্র মতে, এই দিনেই দেবী সরস্বতীর আবির্ভাব হয়েছিল। বিদ্যা, জ্ঞান, শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবীর আরাধনায় এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে ছাত্রছাত্রীদের কাছে। চলতি বছরে সরস্বতী পুজো পড়েছে ১৪ ফেব্রুয়ারি, বুধবার।

জ্যোতিষ মতে, দেবী সরস্বতীর কৃপা কিছু কিছু রাশির জাতকদের উপর স্বাভাবিক ভাবেই বেশি থাকে। বিদ্যা, বুদ্ধি থেকে শুরু করে শিল্প ও সৃষ্টিশীলতার ক্ষেত্রেও এই রাশির জাতকরা এগিয়ে থাকেন বলে মনে করেন জ্যোতিষীরা।

মেষ রাশি
রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। জ্যোতিষ মতে, মেষ রাশির জাতকদের উপর মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ থাকে। এঁরা সাহসী হওয়ার পাশাপাশি বুদ্ধিমত্তাতেও এগিয়ে থাকেন। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ঝোঁক দেখা যায় মেষ রাশির জাতকদের মধ্যে। লক্ষ্য স্থির রেখে এগোনোর ক্ষমতা তাঁদের অন্যতম বৈশিষ্ট্য। নানা বিষয়ে জ্ঞান অর্জনের আগ্রহ থাকে এবং বুদ্ধির জোরে কঠিন পরিস্থিতিও সামলে নিতে পারেন তাঁরা।

মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। যোগাযোগ দক্ষতা ও যুক্তিবোধ এই রাশির জাতকদের অন্যতম শক্তি। জ্যোতিষ মতে, মিথুন রাশির জাতকরাও মা সরস্বতীর কৃপা লাভ করেন। নতুন কিছু শেখার আগ্রহ তাঁদের মধ্যে সব সময় কাজ করে। নানা বিষয়ে কৌতূহল থাকার ফলে জ্ঞানভাণ্ডারও সমৃদ্ধ হয়। পড়াশোনা, লেখা কিংবা বক্তৃতার মতো ক্ষেত্রে মিথুন রাশির জাতকরা সহজেই নিজেদের জায়গা তৈরি করে নিতে পারেন।

কন্যা রাশি
কন্যা রাশির অধিপতিও বুধ। এই রাশির জাতকরা সাধারণত ধীরস্থির এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগী হন। জ্যোতিষ মতে, কন্যা রাশির উপরও মা সরস্বতীর আশীর্বাদ থাকে। যে কোনও কাজ নিখুঁত ভাবে সম্পন্ন করার প্রবণতা দেখা যায় তাঁদের মধ্যে। বিশ্লেষণ ক্ষমতা প্রখর হওয়ায় পড়াশোনা ছাড়াও শিল্প ও সঙ্গীতের ক্ষেত্রেও তাঁরা সাফল্য অর্জন করেন।

ধনু রাশি
রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, যাঁকে দেবতাদের গুরু বলা হয়। ধনু রাশির জাতকরা জ্ঞান অর্জনের প্রতি বিশেষ আগ্রহী হন। জ্যোতিষ মতে, মা সরস্বতীর কৃপায় এই রাশির জাতকরা জীবনে উন্নতির পথে এগিয়ে যান। নতুন বিষয় শেখা ও জানার আগ্রহ তাঁদের স্বভাবজাত। কঠিন পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি থাকে ধনু রাশির জাতকদের মধ্যে।

Advertisement

কুম্ভ রাশি
রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ, যার অধিপতি গ্রহ শনি। কুম্ভ রাশির জাতকরা পরিশ্রমী ও সৎ বলে পরিচিত। জ্যোতিষ মতে, দেবী সরস্বতীর বিশেষ কৃপাদৃষ্টি থাকে এই রাশির জাতকদের উপর। নতুন চিন্তাভাবনা ও আধুনিক দৃষ্টিভঙ্গি তাঁদের অন্যতম বৈশিষ্ট্য। উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকরা সাধারণত সাফল্য পান। অজ্ঞানতার অন্ধকার তাঁদের পথ আটকাতে পারে না বলেই মনে করেন জ্যোতিষীরা।

 

POST A COMMENT
Advertisement