Rashifal News: সরস্বতী পুজোয় মহাযোগ, ৫ রাশি নিজেদের ছাপিয়ে আয় করবে

Rashifal News Saraswati Puja: বুধ ও সূর্যের যুতিতে গঠিত হচ্ছে বুধাদিত্য রাজযোগ, বুধ ও শুক্রের মিলনে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। মকর রাশিতে মঙ্গলের অবস্থানের ফলে গঠিত হচ্ছে রুচক রাজযোগ। একই সঙ্গে সূর্য ও শুক্রের যুতিতে সৃষ্টি হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ। পাশাপাশি চাঁদ ও বৃহস্পতির সংযোগে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ।

Advertisement
সরস্বতী পুজোয় মহাযোগ, ৫ রাশি নিজেদের ছাপিয়ে আয় করবে

Rashifal News Saraswati Puja: ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর দিন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তৈরি হচ্ছে একাধিক বিরল শুভ যোগ। একই সঙ্গে পাঁচটি রাজযোগের প্রভাব থাকায় বসন্ত পঞ্চমী বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই দিনে বুধ, শুক্র, সূর্য ও মঙ্গল চারটি গ্রহ একসঙ্গে মকর রাশিতে অবস্থান করবে। এই গ্রহসংযোগ থেকেই তৈরি হচ্ছে একাধিক শক্তিশালী রাজযোগ। বুধ ও সূর্যের যুতিতে গঠিত হচ্ছে বুধাদিত্য রাজযোগ, বুধ ও শুক্রের মিলনে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। মকর রাশিতে মঙ্গলের অবস্থানের ফলে গঠিত হচ্ছে রুচক রাজযোগ। একই সঙ্গে সূর্য ও শুক্রের যুতিতে সৃষ্টি হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ। পাশাপাশি চাঁদ ও বৃহস্পতির সংযোগে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। এই দিন শিব যোগ ও রবি যোগের প্রভাবও থাকবে বলে জানিয়েছেন জ্যোতিষীরা।

এই সমস্ত শুভ যোগের প্রভাবে কয়েকটি রাশির জাতকদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। সরস্বতী পুজোর দিন কর্কট রাশির জাতকদের জন্য বিশেষ শুভ সময় শুরু হতে চলেছে। কর্কট রাশির অধিপতি চাঁদ নবম ঘরে গজকেশরী রাজযোগ তৈরি করায় সৌভাগ্যের যোগ তৈরি হচ্ছে। এই সময় জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটবে। পড়াশোনার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। সমাজে সম্মান ও পরিচিতি বাড়তে পারে। সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে।

কন্যা রাশির জাতকদের ক্ষেত্রেও এই দিনটি সুখবর নিয়ে আসতে পারে। কন্যা রাশির অধিপতি বুধ পঞ্চম ঘরে বুধাদিত্য রাজযোগ গঠন করায় মানসিক চাপ কমবে। মন থাকবে শান্ত। সন্তানের দিক থেকে ভালো খবর আসতে পারে। যাঁরা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তাঁরা এই সময় উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হাতে আসার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশির জাতকদের জন্য সরস্বতী পুজো আর্থিক দিক থেকে শুভ হতে পারে। দ্বিতীয় ঘরে বুধাদিত্য, লক্ষ্মী নারায়ণ এবং রুচক রাজযোগের প্রভাব থাকায় অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। আয় বাড়তে পারে। ব্যক্তিত্বের জোরে কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে আলাদা পরিচিতি তৈরি হবে।

Advertisement

মকর রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একাধিক রাজযোগ সরাসরি মকর রাশিতেই গঠিত হচ্ছে। লক্ষ্মী নারায়ণ রাজযোগ, বুধাদিত্য রাজযোগ ও রুচক রাজযোগের প্রভাবে জ্ঞান, সম্পদ এবং কর্মজীবনে অগ্রগতির সুযোগ আসবে। সরকারি চাকরির প্রস্তুতি যাঁরা নিচ্ছেন, তাঁরা সাফল্যের মুখ দেখতে পারেন। নতুন ব্যবসা শুরু করার জন্যও সময়টি অনুকূল।

মীন রাশির জাতকদের ক্ষেত্রেও গজকেশরী রাজযোগ বিশেষ শুভ ফল দিতে পারে। চাঁদ ও বৃহস্পতি একত্রে অবস্থান করায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের পাশাপাশি সম্মান ও প্রতিপত্তি বাড়বে। নিজের যোগ্যতাকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে সাফল্য নিশ্চিত হতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।

 

POST A COMMENT
Advertisement