Saturn Lucky Zodiacs From 3 October: ৩ অক্টোবর থেকে ৩ রাশির কেরিয়ারে নয়া মোড়, সহায় বড়বাবা

আগামী ৩ অক্টোবর রাত ৯টা ৪৯ মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি। এই পরিবর্তনের ফলে ১২টি রাশিই প্রাভাবিত হবে। তবে ৩ রাশির জন্য শুভ হবে শনিবার স্থানবদল। পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি। শনির কারণে বিবাহে বাধা দূর হবে। সুযোগ হবে আর্থিক লাভের।

Advertisement
৩ অক্টোবর থেকে ৩ রাশির কেরিয়ারে নয়া মোড়, সহায় বড়বাবাশনি রাশিফল
হাইলাইটস
  • একদাশী, ৩ অক্টোবর শনির স্থানবদল।
  • কেরিয়ার শুভ হবে ৩ রাশির।

বর্তমানে শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন। শীঘ্রই নিজের গতি পরিবর্তন করতে চলেছেন। ৩ অক্টোবর রাত ৯টা ৪৯ মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি। এই পরিবর্তনের ফলে ১২টি রাশিই প্রাভাবিত হবে। তবে ৩ রাশির জন্য শুভ হবে শনিবার স্থানবদল। পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি। শনির কারণে বিবাহে বাধা দূর হবে। সুযোগ হবে আর্থিক লাভের। কেরিয়ারে ইতিবাচক বদল দেখতে পারবেন। পরিবারে থাকবে সুখ। চলুন জেনে নেওয়া যাক ৩ রাশির কথা। 

কর্কট রাশি এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টা শুভ হবে। কেরিয়ার সম্পর্কিত যে পরিকল্পনাগুলি আটকে ছিল সেগুলি গতি পাবে। আপনি একজন সিনিয়র সদস্যের সঙ্গ পাবেন। ব্যবসায়ীরা এগিয়ে যাবেন। আপনি সম্পর্ক থেকে সুখ পাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আলাদা পরিচয় তৈরি হবে আপনার। এই সময়ে আপনার অপূর্ণ ইচ্ছাপূরণ হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। ঋণ সংক্রান্ত সমস্যা কেটে যাবে। মানসিক অবস্থা ভারসাম্যপূর্ণ থাকবে।

কুম্ভ রাশি এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সময় কাঙ্ক্ষিত ফল আসতে চলেছে। জমি ও বাড়ি সংক্রান্ত বিরোধের সমাধান হতে পারে। এই রাশির জাতক ও জাতিকারা ব্যবসায় লাভ করবেন। চাকরিতেও আপনি ভালো করবেন। ব্যক্তিগতভাবে লাভবান হবেন। কাজে থাকবে ভারসাম্য। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। ভ্রমণে যেতে পারেন। আপনি সংগ্রামের ফল পাবেন। পুরানো বিনিয়োগ বা লেনদেন থেকেও লাভ হতে পারে।

মীন রাশি এই রাশির জাতক ও জাতিকারা সম্পত্তি বাড়বে। শনির কৃপায় ভাগ্য আপনাকে সমর্থন করবে। প্রেমের ক্ষেত্রে সুখ থাকবে। আপনি যদি বাড়ি, বাড়ি বা দোকান কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এতে আসা বাধাগুলি দূর হবে। সমস্ত ইচ্ছা পূরণ হবে। মানসিকভাবে ভালো থাকবেন। কেরিয়ারের জন্য সুসময় আসছে। 

POST A COMMENT
Advertisement