শনিদেব হলেন কর্মদাতা। শনিদেব কাজের নিরিখে ফল দেন। ভালো কাজে মেলে ফল। খারাপ কাজের শাস্তি দেন। শনিদেবের কুদৃষ্টি পড়লে ব্যক্তির জীবনে আসে নানা সমস্যা। সাড়ে সাতি এবং ঢাইয়ার মতো পরিস্থিতিও আসে। তখন কষ্ট আরও বাড়ে। জীবনে আসে নানা বাধা ও সমস্যা। তবে শনিদেবের পরীক্ষায় পাশ করলে উন্নতিও করতে পারবেন।
বর্তমানে মেষ, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের চলছে শনির সাড়ে সাতি। প্রথম পর্যায়ের সাড়ে সাতি রয়েছে মেষ রাশিতে। দ্বিতীয় ধাপের সাড়ে সাতি চলছে মীন রাশির জাতক জাতিকাদের উপর। কুম্ভ রাশিতে চলছে সাড়ে সাতির শেষ পর্যায়। কিন্তু আপনি কি জানেন ২০৩০ সাল পর্যন্ত কোন কোন রাশি সাড়ে সাতির মধ্যে পড়বেন? চলুন জেনে নেওয়া যাক-
বর্তমানে শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন। শনিদেব পরবর্তী আড়াই বছর এই রাশিতে থাকবেন। তার পর রাশি পরিবর্তন করবেন শনিদেব। মীন রাশি থেকে যাবেন মেষ রাশিতে। ২০২৭ সালে শনিদেব দু'বার গতিপথ বদলাবেন।
২০৩০ পর্যন্ত শনির সাড়ে সাতি কোন কোন রাশিতে
মেষ রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতির প্রথম ধাপ চলছে। মেষ রাশির জাতক জাতিকারা ২০৩২ সালের ৩১ মে মুক্তি পাবেন।
বৃষ রাশির জাতক জাতিকাদের উপর সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হবে ২০২৭ সালের ৩ জুন। এই রাশির জাতক জাতিকারা ২০৩৪ সালের ১৩ জুলাই মুক্তি পাবেন।
সামগ্রিকভাবে ২০৩০ সাল পর্যন্ত ৪টি রাশির জাতক জাতিকাদের উপর সাড়ে সাতি চলবে।
সাড়ে সাতির তৃতীয় পর্যায়ে আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। ২০২৭ সালের ৩ জুন সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন।
মীন রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে আছেন। ২০২৯ সালের ৮ অগাস্ট সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন।
সাড়ে সাতির প্রতিকার
শনিদেবকে সন্তুষ্ট করার জন্য সোমবার ও শনিবার শিবের পুজো করুন। পুজার সময় গঙ্গা জলে কালো তিল মিশিয়ে শিবের অভিষেক করুন। শনিবার কালো রঙের জিনিস দান করুন।
১। কখনও মিথ্যা কথা বলবেন না। সত্যি বলুন।
২। কারওর টাকা আটকে রাখবেন না না।
৩। কাজের পারিশ্রমিক নিয়ে দরদাম করবেন না।
৪। কাউকে ঠকাবেন না।
৫। দান করুন। মানুষের সাহায্য করুন।
৬। কাউকে অপমান করবেন না।