Shani Navpancham Rajyog Horoscope: ৩ রাশির বিরাট উত্থান, শনি-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য বদল

জ্যোতিষ মতে, আগামী ৯ ফেব্রুয়ারি শনি ও মঙ্গল নবপঞ্চম রাজযোগ তৈরি করবে। যার ফলে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। সব ক্ষেত্রে উন্নতি হবে। 

Advertisement
৩ রাশির বিরাট উত্থান, শনি-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য বদলকপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ৯ ফেব্রুয়ারি শনি ও মঙ্গল নবপঞ্চম রাজযোগ তৈরি করবে।
  • কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
  • সব ক্ষেত্রে উন্নতি হবে। 

জ্যোতিষ মতে, আগামী ৯ ফেব্রুয়ারি শনি ও মঙ্গল নবপঞ্চম রাজযোগ তৈরি করবে। যার ফলে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। সব ক্ষেত্রে উন্নতি হবে। 

কর্কট রাশি (Cancer): 

ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের। চাকরিতে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

কুম্ভ রাশি (Aquarius): 

ভাগ্য খুলবে কুম্ভ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। ব্যবসা লাভজনক হবে। বিনিয়োগের জন্য ভাল সময়। দাম্পত্য সুখ বাড়বে। 


মীন রাশি (Pisces): 

কপাল খুলবে মীন রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। সব বাধা কেটে যাবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। 


অন্য দিকে, আগামী ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। কপাল খুলবে মেষ, কর্কট ও মীন রাশির জাতকদের। আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। তারপরে ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের।

POST A COMMENT
Advertisement