Shani Vakri Zodiacs: নভেম্বর পর্যন্ত ৩ রাশির সুখের দিন, শনির চালে ভাগ্য বদল

জ্যোতিষ মতে, শনির বক্রীতে নভেম্বর পর্যন্ত ৩ রাশির সুখের সময়। চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সব বাধা কেটে যাবে। জেনে নিন বিশদে...

Advertisement
নভেম্বর পর্যন্ত ৩ রাশির সুখের দিন, শনির চালে ভাগ্য বদল৩ রাশির কপাল খুলবে।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, শনির বক্রীতে নভেম্বর পর্যন্ত ৩ রাশির সুখের সময়।
  • চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।
  • সব বাধা কেটে যাবে।

জ্যোতিষ মতে, শনির বক্রীতে নভেম্বর পর্যন্ত ৩ রাশির সুখের সময়। চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সব বাধা কেটে যাবে। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের। সব সমস্যার সমাধান হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। 


কর্কট রাশি (Cancer): 

কপাল খুলবে কর্কট রাশির জাতকদের। অর্থলাভের যোগ রয়েছে। কোনও অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। বিনিয়োগের জন্য ভাল সময়। 

মীন রাশি (Pisces): 

শুভ সময় মীন রাশির জাতকদের জন্য। ধনলাভের যোগ রয়েছে। শরীর ভাল থাকবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, অগাস্টে সূর্যের গোচরে ভাগ্য বদলাবে বৃষ, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা।জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১১ অগাস্ট মার্গী হতে চলেছে বুধ। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের।

POST A COMMENT
Advertisement