Shani Vakri: সোনা-টাকায় মুড়বে জীবন, শনির কৃপায় বিশাল উন্নতি ৩ রাশির

জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে অন্যতম শনি। ২৯ জুন পিছিয়ে চলবে শনি। শনির বক্রি হবে। যার প্রভাবে জীবন বদলাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের কপাল খুলবে...

Advertisement
সোনা-টাকায় মুড়বে জীবন, শনির কৃপায় বিশাল উন্নতি ৩ রাশিরশনির কৃপায় জীবন বদল ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে অন্যতম শনি।
  • শনির বক্রি হবে।
  • যার প্রভাবে জীবন বদলাবে ৩ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে অন্যতম শনি। ২৯ জুন পিছিয়ে চলবে শনি। শনির বক্রি হবে। যার প্রভাবে জীবন বদলাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের কপাল খুলবে...

কুম্ভ রাশি (Aquarius): 
শনির আশীর্বাদে ভাগ্য খুলবে কুম্ভ রাশির জাতকদের। সুখ বাড়বে। অর্থলাভের সুযোগ রয়েছে। ব্যবসায়ীরা বিরাট লাভ করবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

বৃষ রাশি (Taurus): 
শনির কৃপায় ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। চাকরিতে সাফল্য পাবেন। ঘরে সুখ-সম্পদ আসবে। ব্যবসায় সব বাধা কেটে যাবে। 

কন্যা রাশি (Virgo): 
 কপাল খুলবে কন্যা রাশির জাতকদের। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। আয় বাড়বে। ব্যবসায় উন্নতি হবে। দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হবে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ১ জুন রাশি বদলাবে মঙ্গল। মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাবে ভাগ্য খুলবে ধনু, সিংহ এবং কর্কট রাশির জাতকদের।জ্যোতিষ মতে, বৃষ রাশিতে প্রবেশ করেছে শুক্র এবং সূর্য। ফলে বৃষ রাশিতে দুই গ্রহের যুতি তৈরি হয়েছে। এর প্রভাবে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, জুন মাসের প্রথম সপ্তাহে উদিত হবে বৃহস্পতি। বৃহস্পতির উদয়ে সুখ-সমৃদ্ধি বাড়বে বৃষ, মেষ, মিথুন রাশির জাতকদের। 
 

POST A COMMENT
Advertisement