Shani Vakri June Horoscope: ৯৭ দিন ধরে সুখের জীবন, শনির চালে মালামাল ৩ রাশি

জ্যোতিষ মতে, এই মুহূর্তে কুম্ভ রাশিতে রয়েছে শনি। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এই রাশিতেই থাকবে শনি। এই বছরই নক্ষত্র পরিবর্তন করবে এই গ্রহ। ১৮ অগস্ট থেকে বক্রী চাল হবে শনির। এর প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে আসছে সোনালি দিন। 

Advertisement
৯৭ দিন ধরে সুখের জীবন, শনির চালে মালামাল ৩ রাশিশনির কৃপায় ভাগ্য বদল।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, এই মুহূর্তে কুম্ভ রাশিতে রয়েছে শনি।
  • ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এই রাশিতেই থাকবে শনি।
  • ১৮ অগস্ট থেকে বক্রী চাল হবে শনির।

জ্যোতিষ মতে, এই মুহূর্তে কুম্ভ রাশিতে রয়েছে শনি। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এই রাশিতেই থাকবে শনি। এই বছরই নক্ষত্র পরিবর্তন করবে এই গ্রহ। ১৮ অগস্ট থেকে বক্রী চাল হবে শনির। এর প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে আসছে সোনালি দিন। 

বৃশ্চিক রাশি (Scorpio): 
 শনির কৃপায় জীবন বদলাবে বৃশ্চিক রাশির জাতকদের। কেরিয়ারে বিপুল সাফল্য পাবেন। অর্থলাভের সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

কন্যা রাশি (Virgo): 

শনির বক্রীতে ভাগ্যোদয় হবে কন্যা রাশির জাতকদের। সব কাজে সাফল্য পাবেন। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। 

কুম্ভ রাশি (Aquarius): 
ভাল সময় আসছে কুম্ভ রাশির জাতকদের জন্য। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। আয় বাড়বে। ব্যবসা লাভজনক হবে। ধনলাভের সুযোগ রয়েছে। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, জুন মাস বিভিন্ন রাশির জাতকদের জন্য খুব শুভ। এই মাসে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, গজলক্ষ্মী রাজযোগ, রুচক রাজযোগ। এই পাঁচ রাজযোগের কারণে কপাল খুলবে মেষ, বৃষ এবং মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, জুন মাসে উদিত হতে চলেছে বৃহস্পতি। এর প্রভাবে বিশেষ করে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিরাট বদল। কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, সবেতেই দারুণ সাফল্য পাবেন বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১ জুন মেষ রাশিতে গোচর করবে মঙ্গল। এর ফলে তৈরি হবে রুচক রাজযোগ। এই রাজযোগের শুভ প্রভাব পড়বে বৃষ, মিথুন এবং কর্কট রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement