Diwali 2025 Rashifal: শনি-বৃহস্পতির যুগলবন্দি, দীপাবলি থেকে ভাগ্য ফিরতে চলেছে তিন রাশির,

Diwali 2025 Rashifal: এ বছর শনিদেব মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে তৈরি করবেন হংস মহাপুরুষ রাজযোগ, যা একদিকে যেমন সম্মান ও সম্পদ, তেমনই জীবনে অগ্রগতির দরজা খুলে দিতে পারে।

Advertisement
শনি-বৃহস্পতির যুগলবন্দি, দীপাবলি থেকে ভাগ্য ফিরতে চলেছে তিন রাশির,শনি-বৃহস্পতির যুগলবন্দি, দীপাবলি থেকে ভাগ্য ফিরতে চলেছে তিন রাশির,

Diwali 2025 Rashifal: ২০২৫ সালের দীপাবলির আগেই বিরল জ্যোতিষ যোগ তৈরি হতে চলেছে। শনি ও বৃহস্পতির একযোগে প্রভাবে কিছু রাশির জীবনে আসতে পারে বড় সাফল্য। জ্যোতিষবিদদের মতে, এই সময় শনি মীন রাশিতে বক্রী এবং বৃহস্পতি কর্কট রাশিতে গমন করে হংস মহাপুরুষ রাজযোগ তৈরি করবেন। এই দুই গ্রহের শক্তিশালী প্রভাবে মীন, কর্কট ও তুলা রাশির জাতকদের জীবনে ফিরতে পারে সৌভাগ্য।

শনির বক্রী দশা ও বৃহস্পতির রাজযোগ
এ বছর শনিদেব মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে তৈরি করবেন হংস মহাপুরুষ রাজযোগ, যা একদিকে যেমন সম্মান ও সম্পদ, তেমনই জীবনে অগ্রগতির দরজা খুলে দিতে পারে।

কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে?

মীন রাশি
শনি বক্রী ও বৃহস্পতির যুগল প্রভাবে মীন রাশির জাতকদের জীবনে আসতে চলেছে এক নতুন অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জীবনে আসবে উন্নতির সুযোগ। চাকরি হোক বা ব্যবসা, সব ক্ষেত্রেই মিলতে পারে ইতিবাচক ফল।

কর্কট রাশি
দীপাবলির আগে বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ করাই হয়ে উঠতে পারে কর্কট রাশির জাতকদের জন্য আশীর্বাদ। হংস রাজযোগের প্রভাবে জীবনে আসবে আনন্দ, উন্নতি ও মানসিক প্রশান্তি। নতুন কাজ শুরু করার সময়ও এটি হতে পারে একেবারে উপযুক্ত।

তুলা রাশি
এই সময় রাজযোগ তুলা রাশির দশম ঘরে তৈরি হচ্ছে — যা কর্মক্ষেত্রে সুনাম, পদোন্নতি এবং দায়িত্বে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। যাঁদের কাজ দীর্ঘদিন আটকে ছিল, তা ফের গতি পাবে। অফিসে সম্মান বাড়বে, আর ব্যক্তিগত জীবনে মিলবে স্থিরতা।

এই দীপাবলির আগে গ্রহ-নক্ষত্রের অদ্ভুত সঞ্চালনে খোলনলচে বদলে যেতে পারে কিছু রাশির ভাগ্য। বিশেষ করে মীন, কর্কট ও তুলা রাশির জাতকরা পেতে পারেন বহু কাঙ্ক্ষিত সাফল্যের সন্ধান।

    POST A COMMENT
    Advertisement