Saturn Lucky Zodiacs: ১৩ জুলাই থেকে ২৮ নভেম্বর, শনির দয়ায় এই ৪ রাশির সোনার সময়

আগামী ১৩ জুলাই শনিদেবের গতি পরিবর্তন হতে চলেছে। ওই দিন শনিদেব মীন রাশিতে বিপরীতমুখ গতিতে গমন করবেন। ২৮ নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবেন শনিদেব। তারপর আবার সোজা পথে চলবেন। শনিদেব হলেন কর্মের দাতা।

Advertisement
১৩ জুলাই থেকে ২৮ নভেম্বর, শনির দয়ায় এই ৪ রাশির সোনার সময় শনি রাশিফল
হাইলাইটস
  • আগামী ১৩ জুলাই শনিদেবের গতি পরিবর্তন হতে চলেছে।
  • ২৮ নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবেন শনিদেব।

জ্যোতিষশাস্ত্রে শনির বিশেষ গুরুত্ব রয়েছে। আগামী ১৩ জুলাই শনিদেবের গতি পরিবর্তন হতে চলেছে। ওই দিন শনিদেব মীন রাশিতে বিপরীতমুখ গতিতে গমন করবেন। ২৮ নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবেন শনিদেব। তারপর আবার সোজা পথে চলবেন। শনিদেব হলেন কর্মের দাতা। কর্ম অনুযায়ী ফল দেন। শনিদেব সহায় হলে কোনও ব্যক্তির জীবন কাটে রাজার হালে। চলুন জেনে নেওয়া যাক শনি বক্রীতে কোন কোন রাশি লাভবান হবেন। 

মিথুন রাশি- শনির বিপরীতমুখী গতিতে আয় বৃদ্ধির যোগ। আপনি ব্যবসায় লাভবান হবেন। পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাবেন। মানসিক শান্তি পাবেন। অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। কাজে বাধা দূর হবে।

কন্যা রাশি- শনি বিপরীতমুখী গতিতে অর্থের আগমন হবে। আপনার আয়ের নতুন পথ তৈরি হবে। বস্তুগত সুখ এবং সম্পদ বৃদ্ধি পাবে। ব্যবসায়িক পরিস্থিতি মজবুত হবে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। আপনি আনন্দে ও বিলাসে জীবন কাটাবেন।

বৃশ্চিক রাশি- শনির বিপরীতমুখী গতিতে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। ব্যবসায় আপনি লাভবান হবেন। আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। কাজের বাধা দূর হবে। চাকরিজীবীরা পদোন্নতির নতুন সুযোগ পাবেন। আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন।

ধনু রাশি- শনির বিপরীতমুখী আপনার কেরিয়ারে আনবে তুঙ্গ সাফল্য। আপনার কাজের প্রশংসা হবে। বিবাহিত জীবনে সুখ থাকবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক শক্তিশালী হবেন। ব্যবসায় আর্থিক লাভ হবে। আপনার দারুণ সময় আসছে।

 

POST A COMMENT
Advertisement