জ্যোতিষমতে, এখন বৃহস্পতির রাশি মীনে বসে রয়েছেন শনিদেব। ৩০ বছর পর শনিদেব এই রাশিতে। আড়াই বছর ধরে একই রাশিতে থাকেন শনিদেব। মীনে প্রবেশের আগে আড়াই কুম্ভে অধিষ্ঠিত ছিলেন বড়বাবা। কুম্ভ রাশির অধিপতি শনিদেব। গত ২৯ মার্চ ঘটে শনির রাশি বদল। ২০২৭ সাল পর্যন্ত মীনেই থাকবে শনি গ্রহ। এই রাশির অধিপতি বৃহস্পতি। আগামী কয়েক বছর ৪ রাশির জন্য খুবই লাকি। চলুন জেনে নেওয়া যাক-
শনিদেবকে অনেকেই ভয় পান। আসলে শনি হলেন কর্মফলদাতা। তিনি কর্ম অনুযায়ী ফলদান করেন। অসৎ কর্মে শাস্তি দেন শনিদেব। তাই শনির কৃপা পেতে সর্বদা সৎপথে থাকাই বাঞ্চনীয়। শনিদেব সহায় হলে সততার পথ আরও ছাড়া উচিত নয়। এতে শনির শুভ দৃষ্টির সম্পূর্ণ লাভ মেলে।
১। কখনও মিথ্যে কথা বলবেন না। সবসময় সত্যি বলুন।
২। কারও টাকা আটকে রাখবেন না।
৩। কাউকে ঠকাবেন না।
৪। কারওর সঙ্গে প্রতারণা করবেন না।
৫। কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না।
৬। গরিব মানুষকে হকের টাকা দিন।
৭। দানধ্যান করুন।
কোন কোন রাশিতে সাড়ে সাতি?
মেষ রাশিতে চলছে শনির সাড়ে সাতির প্রথম দশা। মীন রাশিতে দ্বিতীয় দশা। তৃতীয় দশা চলছে কুম্ভ রাশিতে। শনির সাতি স্থায়ী হয় সাড়ে সাত বছর। এই রাশিগুলিকে সাবধানে থাকতে হবে। কাজে আসবে বাধা।
কোন কোন রাশিতে শনির ঢাইয়া?
মীন রাশিতে শনির গমনের কারণে ধনু এবং সিংহ রাশির জাতকরা শনির ঢাইয়ায় প্রভাবিত হচ্ছেন। ২০২৭ সাল পর্যন্ত শনির ঢাইয়া এই দুটি রাশিতে থাকবে। আপনাকে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। স্বাস্থ্যের অবনতি। ফিরতে পারে পুরনো রোগ। মানসিক চাপ এবং আর্থিক সমস্যায় জর্জরিত হতে পারেন।
কোন কোন রাশিতে শনির কৃপা?
মিথুন রাশি এই রাশির জাতক-জাতিকাদের জন্য মীন রাশিতে শনির গোচর খুবই শুভ। কর্মের ঘরে রয়েছে শনি। চাকরি এবং ব্যবসায় সাফল্য। ২০২৭ সাল পর্যন্ত চাকরিতে ক্রমাগত উন্নতি। বেতনবৃদ্ধি। আর্থিক লাভ। বাড়বে সঞ্চয়।
তুলা রাশি সময় খুবই ভালো কাটবে। আইনি বিষয়ে জয়। শত্রুরা ঘায়েল হবে। আর্থিক লাভ। ইচ্ছাপূরণ। চাকরিজীবীদের জন্য সাফল্য।
ধনু রাশি চতুর্থ ঘরে রয়েছেন শনিদেব। আরামে দিন কাটবে। সুযোগসুবিধা বৃদ্ধি। কাঙ্ক্ষিত কাজ সময়মতো শেষ হবে। চাকরিতে নতুন সুযোগ। আর্থিক অবস্থার উন্নতি।